নয়াদিল্লি: সম্প্রতি নতুন ভেনু ফেসলিফট ২০২২ (2022 Hyundai Venue Facelift) গাড়ি লঞ্চ করেছে হুন্ডাই (Hyundai) সংস্থা। লঞ্চের পর থেকেই এই গাড়ি এককথায় সুপারহিট। এমনকি এই গাড়ির আগের ভার্সানেরও বর্তমানে যথেষ্ট চাহিদা রয়েছে। আগ্রহী অনেক ক্রেতাই ওই গাড়ি কেনার জন্য এখনও অপেক্ষায় রয়েছে। বিপুল জনপ্রিয়তা পাওয়ার পরেও হুন্ডাই সংস্থা তাদের এই গাড়ির বেশ কিছু ফিচার মূলত বেসিক ফিচারগুলি একই রেখেছে। তবে তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি এবং ফিচার। জেনে নেওয়া যাক ২০২২ ভেনু ফেসলিফট সাবকমপ্যাক্ট এসইউভির ক্ষেত্রে হুন্ডাই কর্তৃপক্ষ নতুন কী কী প্রযুক্তি এবং ফিচার ব্যবহার করেছেন।  


ডিজাইন- আগের থেকে আরও অনেক ঝকঝকে দেখতে হয়েছে ২০২২ হুন্ডাই ভেনু ফেসলিফট গাড়ি। এই সাবকমপ্যাক্ট এসইউভিতে রয়েছে নতুন লুকের একটি 'Parametric grille’।  হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের এই আপগ্রেডেড গাড়ির এই নতুন গ্রিল আগের তুলনায় আকার-আয়তনে অনেক বড়। DRLs- এর সঙ্গে যুক্ত রয়েছে এই গ্রিল। এছাড়াও সংযোজন হয়েছে একটি নতুন লোয়ার বাম্পার। সাইড থেকে দেখলে এই গাড়িতে বিশেষ পরিবর্তন নজরে আসবে না। তবে নতুন লুকের ১৬ ইঞ্চির চাকা রয়েছে হুন্ডাই ভেনু ফেসলিফটের এই আপগ্রেডেড মডেলে। এছাড়াও গাড়ির পিছনের অংশের লাইট বার যা টেল ল্যাম্পের সঙ্গে যুক্ত সেখানকার ডিজাইনে যথেষ্ট পরিবর্তন এসেছে। সিঙ্গল টোন এবং ডুয়াল টোন- দু’ধরনের গাড়িই দেখা যাবে।




কেবিন ডিজাইন এবং লুক- গাড়ির ভিতরের অংশ বা কেবিনে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন প্রযুক্তি। এর মধ্যে প্রথমেই নজরে আসবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এখানে বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাবেন চালক। যেমন- টার্ন বাই টার্ন নেভিগেশন, টায়ার প্রেশার মনিটর, বিভিন্ন ড্রাইভ মোডের সঙ্গে রঙের পরিবর্তন--- এগুলো সবই লক্ষ্য করা যাবে ২০২২ ভেনু ফেসলিফট হুন্ডাই গাড়িতে। এছাড়াও থাকছে ৮ ইঞ্চির টাচস্ক্রিন,যা আগেও ছিল। তবে ইনফোটেনমেন্ট সিস্টেমের লুক পরিবর্তন হয়েছে। BlueLink প্রযুক্তি রয়েছে এখানে। নতুন করে ৬০- এর বেশি সংখ্যক ফিচার যুক্ত হয়েছে এই প্রযুক্তিতে। তার ফলে পাওয়া যাবে OTA আপডেট।




ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট- হুন্ডাইয়ের নতুন গাড়িতে অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে। এছাড়াও ভয়েস কম্যান্ড এমবেড করা রয়েছে যা ইন্টারনেট ছাড়াও কাজ করবে। গাড়ির চালকের আসনেও যুক্ত হয়েছে নতুন অনেক আপডেটেড ফিচার। তার সঙ্গে পুরনো ফিচার যেমন- ইলেকট্রিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, রেয়ার ক্যামেরা ডিসপ্লে, এয়ার পিউরিফায়ার এবং আরও অনেক কিছুই রয়েছে।




গাড়ির ভিতরের ডিজাইন- হুন্ডাই ক্রেটা গাড়ির সঙ্গে নতুন ২০২২ ভেনু ফেসলিফটের বেশ কিছু মিল রয়েছে। চারটি স্পোকের স্টিয়ারিং হুইল রয়েছে যা আগের তুলনায় দেখতে অনেক স্মার্ট, ঝকঝকে। এছাড়াও রয়েছে ডুয়ালটোন ডিজাইন, যা আগের ‘অল ব্ল্যাক ইন্টিরিয়র’- এর থেকে অনেক আলাদা। গাড়ির ভিতরের জায়গাও রয়েছে যথেষ্ট পরিমাণে। এটি একটি আরামদায়ক চার আসনের গাড়ি।


ইঞ্জিন- আগের মডেলের মতোই ইঞ্জিন রয়েছে নতুন গাড়িতে। ১.২ লিটারের পেট্রোল, ১ লিটারের টার্বো পেট্রোল এবং ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন ১২০ পিএস এবং ১৭২ এনএম প্রোডিউস করতে পারে।


দাম- ২০২২ হুন্ডাই ভেনু ফেসলিফট গাড়ির ১.২ লিটার পেট্রোলের দাম ৭.৫৩ লক্ষ টাকা। তবে টার্বো পেট্রোল ইঞ্জিন মডেলের দাম ৯.৯৯ লক্ষ থেকে ১২.৫৭ লক্ষ টাকার মধ্যে। ডিজেল ইঞ্জিনের মডেলের দাম ১০ থেকে ১২.৫ লক্ষ টাকার মধ্যে।


আরও পড়ুন- এবার টাটা নেক্সন ইভিতে ভয়াবহ আগুন, চিন্তা বাড়াচ্ছে ইলেকট্রিক কার