Mobile Data: সস্তায় মোবাইল ডেটা দেওয়ার নিরিখে বিশ্বের ৫ নম্বরে স্থান পেয়েছে ভারত। cable.co.uk এর রিপোর্ট বলছে, বিশ্বের সবচেয়ে সস্তা পাঁচটি মোবাইল ডেটা দেশের কথা বললে, ইজরায়েলে ১ জিবি ডেটার গড় মূল্য ০.০৪ ডলার। তার পরে রয়েছে ইতালি। যার ১ জিবি ডেটার গড় দাম ০.১২ ডলার। এরপর রয়েছে সান মারিনোর নাম। যেখানে ০.১৪ ডলারে ১ জিবি গড় ডেটা দেওয়া হয়। চতুর্থ স্থানে রয়েছে ফিজি। যার গড় ডেটার মূল্য ০.১৫ ডলার। পঞ্চম স্থানে রয়েছে ভারত, যেখানে এক জিবি গড় ডেটার মূল্য পড়ে ০.১৭ ডলার। আমরা যদি ডেটা খরচের কথা বলি, তাহলে ইজরায়েল যেমন শীর্ষ স্থানে রয়েছে তেমনি 5G পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও ইজরাইল বিশ্বের শীর্ষে রয়েছে।
Worldwide Mobile Data Ranking: কোথায় দাম বেশি ?
অন্যান্য দেশের সাথে তুলনা করলে ভারতে জনসংখ্যায় ইন্টারনেটের ব্যবহারের কথা মাথায় রেখেই মোবাইল ডেটার খরচ কম রাখা হয়েছে। অন্যদিকে, এমন পাঁচটি দেশ রয়েছে, যেখানে মোবাইল ডেটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। যেখানে গড়ে এক জিবি ডেটার জন্য অনেক খরচ করতে হয় ক্রেতাকে। এরকম দেশগুলির মধ্যে রয়েছে সেন্ট হেলেনার নাম, যেখানে এক ডিবি ডেটার দাম ৪১.০৬ ডলার। ফোর্কল্যান্ড আইল্যান্ড যেখানে এক জিবি মোবাইল ডেটা পাবেন ৩৮.৪৫ ডলারে। ব্যয়বহুল ডেটার নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে এই দ্বীপপুঞ্জ। এরপরে রয়েছে সাও টম ও প্রিন্সেপের নাম। এখানে এক জিবি ডেটার মূল্য ২৯.৪৯ ডলার। চতুর্থ স্থানে রয়েছে টোকেলো। এখানে এক জিবি ডেটা পেতে আপনাকে খরচ করতে হবে ১৭.৮৮ ডলার। ইয়েমেনে আরও ব্যয়বহুল এই ডেটা। ১ জিবির জন্য খরচ পড়ে ১৬.৫৮ ডলার।
Mobile Data: এশিয়ায় সস্তা ডেটা
রিপোর্ট বলছে, বিশ্বের শীর্ষ ২০টি সস্তা মোবাইল ডেটা সরবরাহকারীর এক তৃতীয়াংশ এশিয়ান দেশগুলিতে রয়েছে। যেখানে ভারত ও নেপাল এই শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। গত ফেব্রুয়ারিতে, ভারতের অন্যতম প্রধান টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান দিয়েছে, যার দাম ছিল ১ টাকা। এর সময়সীমা ছিল ৩০ দিন, সর্বনিম্ন রিচার্জ প্ল্যানে ৩০ দিনের সময় সহ ১০০ এমবি মোবাইল ডেটা দিয়েছে কোম্পানি। পাশাপাশি ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর MTNL ৪৭ টাকায় ৯০ দিনের ডেটা প্ল্যান দিয়েছে।