USB Type C Charging Port: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এই নিয়ে দেশের প্রযুক্তি কোম্পানিগুলির সঙ্গে দফায় দফায় বৈঠকে করে সরকার। অবশেষে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত। ২০২৫ সাল থেকে সব স্মার্টফোন চার্জ হবে এক টাইপ -সি চার্জার দিয়ে। 


Tech News: স্মার্টফোনের চার্জার নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সম্প্রতি দেসের প্রযুক্তির বিষয়ে একটি নতুন আইন পাস করেছে কেন্দ্রীয় সরকার। এই আইন অনুযায়ী, মোবাইল ফোন কোম্পানিগুলোকে তাদের ডিভাইসে ২০২৫ সাল থেকে USB-Type C চার্জিং পোর্ট ব্যবহার করতে হবে। ব্যবহারকারী ও ইলেকট্রনিক বর্জ্যের ব্যয় কমাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। গত বছর ইউরোপীয় ইউনিয়ন ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট সম্পর্কিত নিয়ম কার্যকর করেছিল। এরপরই ইউরোপীয় ইউনিয়নের শাসন নিয়ে সারা বিশ্বে আলোচনা শুরু হয়। এরপরই ভারত সরকারের এই সিদ্ধান্ত এসেছে।


ভারতে ফোনে USB Type-C পোর্ট পাওয়া যাবে
কেন্দ্রীয় সরকারের মতে, বর্তমান সময়ে প্রতিটি ডিভাইসের জন্য আলাদা আলাদা চার্জার রয়েছে। এক বাড়িতে অনেক চার্জার থাকে। এই কারণে ব্যবহারকারীদেরও বিপাকে পড়তে হয়। শুধু তাই নয়, এর কারণে ই-বর্জ্যও অনেক বাড়ছে। এই সব কিছু মাথায় রেখে সরকার কোম্পানিগুলিকে ২০২৫ সাল থেকে স্মার্টফোনে USB Type-C পোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।


Tech News: দাম বাড়তে পারে
তবে সরকারের এই সিদ্ধান্তে কিছু সমস্যা হবে আপনারও। মোবাইল এবং ইলেকট্রনিক্সের জন্য USB Type-C পোর্ট বাধ্যতামূলক করায় ফিচার ফোন, ইয়ারফোন, স্মার্টফোনের দাম বাড়ানো হতে পারে। সরকারও বিষয়টি বিবেচনা করছে।শোনা যাচ্ছে, ফিচারফোন, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো ডিভাইসগুলিকে ইউএসবি টাইপ-সি পোর্টের বিভাগ থেকে বাদ দেওয়া যেতে পারে।


ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সাল পর্যন্ত সময় দিয়েছে
মনে করা হচ্ছে, এই নিয়ম অ্যাপলের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। অ্যাপল তার ডিভাইসে লাইটনিং পোর্ট দিয়ে থাকে।  ২০২২ সালের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছিল। যেখানে ইউনিয়ন জানায়, ২০২৪ থেকে কোম্পানিগুলিকে তাদের নতুন স্মার্টফোন, ট্যাবলেট ও ক্যামেরাগুলিতে USB Type-C পোর্ট দিতে হবে। বিশ্বের সঙ্গে সঙ্গে এবার প্রযুক্তির এই উন্নতিতে পা মিলিয়েছে ভারতও। শোনা যাচ্ছে, শীঘ্রই এই নিয়ে দেসেের প্রযুক্তি কোম্পানিগুলির সঙ্গে আরও বৈঠক করবে কেন্দ্রীয় সরকার। পরবর্তীকালে শিল্প মহলের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন: Flying Bike: বিশ্বের প্রথম উড়ন্ত বাইকের বুকিং শুরু,কেমন দেখতে জানেন ?