মুম্বই : দীর্ঘদিন তালাবন্ধ। না কেউ কিনতে, না কেউ ভাড়া নিতে এগিয়ে আসছিলেন। সবকিছু ঠিক থাকলে আড়াই বছরের বেশি সময়ের সেই 'খরা' এবার কাটতে চলেছে। বান্দ্রায় সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন, শীঘ্রই সেখানে উঠতে চলেছেন কোনও ভাড়াটিয়া (Tenant)।


২০২০ সালে মৃত্যু হয় অভিনেতার (Actor's Death)। তার পর থেকেই ওই ফ্ল্যাটে কেউ বসবাস করতে আসেননি। স্বাভাবিকভাবেই বন্ধ পড়ে ফ্ল্যাট। কিন্তু, এবার প্রতি মাসে ৫ লক্ষ টাকা ভাড়া গুণে সেখানে থাকতে পারেন ভাড়াটিয়া। 


মুম্বইয়ের অভিজাত এলাকা পশ্চিম বান্দ্রার কার্টার রোডে রয়েছে ফ্ল্যাটটি। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের খবর, ফ্ল্যাটটির মালিক বিদেশে থাকেন। প্রায় আড়াই বছর সেটি ফাঁকা পড়ে থাকায় এনিয়ে তাঁকে অনেকেই প্রশ্ন করছিলেন। কিন্তু,সম্প্রতি এই ফ্ল্যাট নিয়ে আগ্রহ প্রকাশ করেন জনৈক ব্যক্তি। চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চলছে উভয়পক্ষের মধ্যে। খুব শীঘ্রই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।


গত বছর ফ্ল্যাটের এক দালাল বলেন, কোনও অজ্ঞাত কারণে কেউ ফ্ল্যাটে আসতে চাইছেন না। কিন্তু, ধীরে ধীরে এবার সব স্বাভাবিক হতে চলেছে। কারণ, অভিনেতার মৃত্যুর পর কাটতে চলেছে অনেকটা সময়। তাই মানুষের মধ্যেও এনিয়ে থাকা নানা চিন্তাভাবনা ধীরে ধীরে ফিকে হতে চলেছে। 


৩৬ মাসের জন্য ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। ২০২২-এর ডিসেম্বর মাস পর্যন্ত সেখানে তাঁর বসবাস করার কথা ছিল। ওই ফ্ল্যাটে রিয়া চক্রবর্তী, সিদ্ধার্থ পিঠানী ও হাউস-হেল্প নীরজ ও কেশবকে নিয়ে থাকতেন তিনি। ২০২০ সালের ১৪ জুন এই ফ্ল্যাট থেকেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।


সম্প্রতি অভিনেতার মৃত্যুর খবর নিয়ে ফের আলোচনা শুরু হয়। কারণ, কুপার হাসপাতালের এক মর্গকর্মী রূপকুমার  শাহ দাবি করেন, বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মোটেই আত্মহত্যা করেননি। বরং, তিনি খুন হয়েছেন। অভিনেতার মৃতদেহ দেখে তাঁর তেমনই মনে হয়েছিল। কারণ, দেহে অনেক আঘাতের চিহ্ন ছিল। সরাসরি জানিয়ে দেন যে, তিনি যখন অভিনেতার মৃতদেহ দেখেছিলেন, তখন তাঁর চোখে আঘাতের চিহ্ন ছিল। হাড়ও ভাঙা ছিল।


আরও পড়ুন ; পড়েছিল সুশান্তের নিথর দেহ, আতঙ্কে ধারেকাছেই ঘেঁষছেন না কেউ, আড়াই বছর ধরে হয়রান সেই ফ্ল্যাটের মালিক