Web Browser: নিজস্ব ওয়েব ব্রাউজার তৈরি করতে উদ্যোগী ভারত। ইউজাররা যাতে, গুগল ক্রোম, ফায়ার ফক্সকে বিদায় জানিয়ে দেশীয় ওয়েব ব্রাউজারেই সব কাজ করতে পারেন সেই লক্ষ্যেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক Indian Web Browser Development Challenge নামের নতুন পরিকল্পনা লঞ্চ করেছে। আজ ৯ অগস্ট নয়া দিল্লিতে এই প্রকল্প লঞ্চ করা হয়েছে। কেন্দ্রের এই প্রকল্পের লক্ষ্য হল বিশ্বের জন্য একটি দেশীয় ওয়েব ব্রাউজার তৈরি করা। সেখানে থাকবে Controller of Certifying Authorities (CCA) - এর অনুমোদন, যা দেবে ভারত। নয়া দিল্লিতে এই প্রকল্পের লঞ্চ করতে গিয়ে সার্টিফায়িং অথরিটিজের কন্ট্রোলার অরবিন্দ কুমার জানিয়েছেন, ভারতের জন্য এটি একটি অভাবনীয় মুহূর্ত। কারণ আমাদের দেশ এমন একটি নতুন যাত্রায় সামিল হতে চলেছে যেখানে একটি দেশ নিজস্ব ওয়েব ব্রাউজার তৈরি করে। তিনি আরও বলেছেন, বিশ্বের নিরিখে সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি। তাই এখন সময় এসেছে আন্তর্জাতিক ব্রাউজারের সংসর্গ ত্যাগ করার। একই সঙ্গে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতাও কমাতে হবে। অরবিন্দ কুমারের কথায় ভারতের তৈরি দেশীয় ওয়েব ব্রাউজার, ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করবে। একইসঙ্গে এতদিন যেসমস্ত ব্রাউজারে কাজ করে আমরা অভ্যস্ত সেই সব ধরনের কাজই করা যাবে।
ভারতের এই ওয়েব ব্রাউজার তৈরির পরিকল্পনা প্রসঙ্গে C-DAC - এর এক্সিকিউটিভ ডিরেক্টর এস ডি সুদর্শন জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরিতে সাহায্য করবে এই উদ্যোগ। এর পাশাপাশি entrepreneur দের উৎসাহ তৈরি হবে। জাতির উন্নতিতে তাঁদের অবদান কী, সেই প্রসঙ্গে ভাববেন entrepreneur- রা। এছাড়াও এই প্রতিযোগিতার মাধ্যমে সেরাদের খুঁজে পাওয়া যাবে সেকথাও বলেছেন C-DAC - এর এক্সিকিউটিভ ডিরেক্টর। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এই ওপেন চ্যালেন্ড প্রতিযোগিতার যাবতীয় ব্যয়ভার বহন করতে চলেছে। ওয়েব ব্রাউজারের ডিজাইন এবং তার অগ্রগতি-উন্নতি সবদিকেই নজর থাকবে কেন্দ্রের। বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভাইস এবং মাধ্যমের জন্য এই ওয়েব ব্রাউজার তৈরি করা হবে। এর সঙ্গে যুক্ত থাকবে প্রয়োজনীয় সিকিউরিটি ফিচার। অর্থাৎ ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও ভারতীয় এই ওয়েব ব্রাউজারে থাকতে চলেছে প্লাগ-ইন ইন্টারফেস, আধুনিক প্রযুক্তির সাপোর্ট।
সরকারের তরফে ৩.৪ কোটি টাকার নগদ পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে। এই দেশীয় ব্রাউজার যাঁরা তৈরি করবেন, সেই ডেভেলপারদের জন্যই ঘোষণা করা হয়েছে এই বিপুল অঙ্কের পুরস্কার। তবে এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য শর্ত রয়েছে। যে ওয়েব ব্রাউজার তৈরি করা হবে তা ভারতের কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথরিটিজের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। ডিজিটাল যেকোনও বিষয়ের ক্ষেত্রে অনুমোদন দেওয়ার ব্যাপারে ভারতের সর্বোচ্চ অথরিটি হল এই CCA। কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, ভারতের বিভিন্ন প্রযুক্তি নির্ভর স্টার্ট-আপ, MSMEs,বিভিন্ন কোম্পানি, LLPs (যেগুলি কোম্পানি অ্যাক্ট ২০১৩-র আওতায় ভারতে রেজিস্টার্ড বা নথিভুক্ত) তারা অংশগ্রহণ করতে পারে এই ওয়েব ব্রাউজার তৈরির প্রতিযোগিতায়।
আরও পড়ুন- আপনার লেখা ইংরেজি বাক্য ব্যাকরণগত ভাবে সঠিক তো? চেক করে দেবে গুগলের এআই সম্পন্ন ফিচার