Google Search: গুগল (Google) কর্তৃপক্ষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সম্পন্ন একাধিক ফিচার লঞ্চ করছে ইউজারদের আকর্ষণ পাওয়ার জন্য। এই তালিকায় নবতম সংযোজন একটি বাক্যে ব্যাকরণ বা গ্রামার চেক (Grammar Check) করার জন্য এআই ফিচার। কোনও ইমেল বা মেসেজ পাঠানোর আগে বিভিন্ন বাক্যে ইউজার ঠিকভাবে গ্রামার বা ব্যাকরণ লিখেছেন কিনা সেটা দেখে গুগলের এআই ফিচার। আপাতত ইংরেজি ভাষার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে এই ফিচার। ডেস্কটপ এবং মোবাইল, দু'ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন আপনি। গুগলের তরফে জানানো হয়েছে একটি ইংরেজি বাক্যে এই গ্রামার চেক ফিচার মূলত দেখবে ওই বাক্যে কোনও ফ্রেজ বা বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক লেখা হয়েছে কিনা। ঠিকভাবে লেখা না হলে ইউজারদের সাহায্য করবে গুগলের এই ফিচার।
গুগল ডকস এবং জিমেলে এই ফিচার ইতিমধ্যেই ইউজারদের জন্য দেওয়া হয়েছে। এই ফিচার ব্যবহার করতে চাইলে ইউজাররা একাধিক অপশন পাবেন। বেশ সহজেই গুগলের এই এআই ফিচার ব্যবহার করা যাবে। সার্চ বারে নির্দিষ্ট বাক্য বা ফ্রেজ টাইপ করে তারপর গ্রামার চেক অপশন টাইপ করতে হবে। তাহলেই চেক হয়ে যাবে আপনার লেখা ফ্রেজ বা বাক্য।
গুগল সার্চ গ্রামার চেক ফিচার- কীভাবে কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন এই ফিচার
- ডেস্কটপ বা মোবাইলের গুগল সার্চ বারে গিয়ে যে বাক্যে আপনি গ্রামার দেখতে চেক করতে চাইছেন সেটা লিখতে হবে।
- বাক্য বা ফ্রেজ লেখার পরে লিখতে হবে গ্রামার চেক। এরপর এন্টার বাটনে ক্লিক করতে হবে।
- যদি ওই বাক্যে ব্যাকরণ ঠিক থাকে তাহলে আপনি একটি সবুজ টিক মার্ক দেখতে পাবেন বাক্যের পাশে।
- যদি বাক্যে ব্যাকরণগত ভুল থাকে তাহলে গুগল সেটা সংশোধন করে বোল্ড করে মার্ক করে দেবে যাতে আপনি বুঝতে পারেন।
- সঠিক বাক্য আপনি কপি করে গুগল ডক বা ইমেলে ব্যবহার করতে পারবেন, মেসেজ পাঠাতেও পারবেন।
গুগলের তরফে জানানো হয়েছে এআই সম্পন্ন এই গ্রামার চেক ফিচার ১০০ শতাংশ সঠিক নাও হতে পারে। আর তাই কোনও ইংরেজি ফ্রেজের ক্ষেত্রে গ্রামার ঠিক রয়েছে কিনা সেটা চেক করার ক্ষেত্রে গুগলের এই ফিচারের সাহায্য নেওয়া থেকে বিরত থাকাই ভাল। তবে বাক্যের ক্ষেত্রে ব্যাকরণগত ভাবে তা ঠিক কিনা সেটা গুগলের এই এআই ফিচারের সাহায্যে চেক করে নেওয়া সম্ভব হবে। কিন্তু তা সম্পূর্ণ ঠিক হবে কিনা এই গ্যারান্টি গুগল কর্তৃপক্ষ দেয়নি।
আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ২০ হাজার টাকার কমে কিনতে পারবেন এই ৫জি ফোনগুলি