Android Scam: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভারত সরকার একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে DogeRAT নামের একটি ম্যালওয়্যারের ব্যাপারে সতর্ক করা হয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে DogeRAT নামের এই ম্যালওয়্যার ইউজারদের অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাকসেস নিয়ে নিতে সক্ষম। তার ফলে গোপনীয়, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়াও সহজ। ইউজারের অনুমতি ছাড়াই তাঁর ডিভাইসের নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে। সৌজন্যে DogeRAT ম্যালওয়্যার। আর তারপর চুরি হবে ব্যক্তিগত তথ্য। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে যে হ্যাকাররা এই ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন অ্যাপের ভুয়ো ভার্সানের মাধ্যমে। ChatGPT, Opera Mini browser এমনকি YouTube premium version- এর মাধ্যমেও আপনার ডিভাইসে DogeRAT ম্যালওয়্যার অ্যাটাক হতে পারে। 


DogeRAT ম্যালওয়্যার আসলে কী


CloudSEK- এর TRIAD টিম সবার প্রথমে এই DogeRAT ম্যালওয়্যারের খোঁজ পেয়েছে। এটি একটি ওপেন-সোর্স অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার। ইউজারের গুরুত্বপূর্ণ তথ্য নিমেষে হাতিয়ে নিতে পারে এই DogeRAT ম্যালওয়্যার। এই তথ্যের মধ্যে থাকতে পারে ব্যাঙ্কিং পাসওয়ার্ড, সরকারি পরিচয়পত্র। আর এইসব তথ্য চুরি হলে দিশাহারা অবস্থা হয় ইউজারদের। বিভিন্ন ক্ষেত্রের ইউজারদের নিশানা বানাচ্ছে হ্যাকাররা। ব্যাঙ্কিং, ই-কমার্স এবং বিনোদন জগতের সঙ্গে যুক্ত ইউজার যাঁরা অ্যান্ড্রয়েড ব্যবহার করে তাঁদেরকেই নিশানা করা হচ্ছে। টেলিগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমেও পাঠানো হচ্ছে ম্যালওয়্যার। 


তথ্য চুরির পাশাপাশি ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে পৌঁছে দেওয়ার ক্ষমতাও রাখে এইসব ম্যালওয়্যার। আজকাল ফোন, ট্যাব এইসব ডিভাইসে ইউজারদের অসংখ্য গুরুত্বপূর্ণ ফাইল, ফোল্ডার রাখা থাকে। ডিভাইসের অ্যাকসেস হ্যাকারদের হাতে থাকলে এইসব ফাইল, ফোল্ডারে ঢুকে বিপত্তি ঘটাতে বেশি সময় লাগবে না হ্যাকারদের। এমনকি ফোনকল (অডিও, ভিডিও), ফটো, ক্যামেরা ফিচার সবেরই নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের আওতায়। ইউজারদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করতে পারে হ্যাকাররা। আর্থিক প্রতরণার পাশাপাশি ব্ল্যাকমেলের শিকারও হতে পারেন ইউজাররা। মোটা টাকা মাশুল গুনতে হতে পারে। 


কীভাবে সতর্ক থাকবেন


সরকারের তরফে পরামর্শ দিয়ে বলা হয়েছে গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপগুলি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে কোনও লিঙ্ক এলে সেখানে ক্লিক করে কিছু ডাউনলোড না করাই মঙ্গলের। অজানা, অচেনা বা সন্দেহজনক সোর্স থেকে আসা ইমেলের মাধ্যমেও হতে পারে বিপদ। তাই এই বিষয়েও সতর্ক থাকুন। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সফটওয়্যার আপডেট করে রাখাও জরুরি। এর ফলে আপনার ডিভাইসের সিকিউরিটি ফিচারও আপডেট হয় এবং কোনও ম্যালওয়্যার সংক্রান্ত সমস্যা থাকলে তা ধরা পড়ার সম্ভাবনা থাকে। আর যেকোনও ওয়েবসাইটে ঢুকে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার না করাই আপনার পক্ষে ভাল হবে।  


আরও পড়ুন- সিম কার্ড কেনা-বেচায় কড়াকড়ি কেন্দ্রের, কী কী নতুন নিয়ম চালু হচ্ছে?