Infinix Hot 20 Series: পয়লা ডিসেম্বরেই ভারতে আসছে ইনফিনিক্সের নতুন ফোন (Infinix Smartphone)। জানা গিয়েছে, ১ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স হট ২০ ৫জি সিরিজ (Infinix Hot 20 Series)। এই সিরিজের মধ্যে থাকবে ইনফিনিক্স হট ২০ ৫জি (Infinix Hot 20 5G) এবং ইনফিনিক্স হট ২০ প্লে (Infinix Hot 20 Play)- এই দুই ফোন। এর মধ্যে ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর। আর ইনফিনিক্স হট ২০ প্লে ফোনে থাকবে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। এবার ভারতে আসতে চলেছে ইনফিনিক্স হট ২০ সিরিজের এই দুই ফোন। ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনে থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। অন্যদিকে ইনফিনিক্স হট ২০ প্লে ফোনে থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। জানা গিয়েছে, ইনফিনিক্স সংস্থার এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। তবে এই দুই ফোনের দাম কত চলেছে তা এখনও জানা যায়নি।


ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১২ বেসড XOS 10.6- এর সাহায্যে।

  • ইনফিনিক্সের এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিড়ি ৮১০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। তার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।


Realme 10 4G: রিয়েলমি ১০ ৪জি ফোন (Realme 10 4G) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে রিয়েলমির এই ৪জি (Realme 4G Phone) ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই বলেই শোনা যাচ্ছে। এই ফোনে তিনটি র‍্যাম এবং স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। খুব বেশি দাম হবে না এই ফোনের। মাঝামাঝি দামের মধ্যেই রিয়েলমি ১০ ৪জি ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এই ফোনে থাকবে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর।