Infinix Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৩০আই (Infinix Hot 30i) স্মার্টফোন। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়ল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে স্ট্যান্ডবাই হিসেবে ৩০ দিন পর্যন্ত ফোন চালু থাকবে। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক জি৩৭ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। আগামী সপ্তাহ থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে।
ভারতে ইনফিনিক্স হট ৩০আই ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ন্টের দাম ৮৯৯৯ টাকা। এই দাম অবশ্য স্পেশ্যাল লঞ্চ অফারে ধার্য হয়েছে। কতদিন অফার থাকবে তা জানা যায়নি। Diamond White, Glacier Blue, Mirror Black- এই তিন রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৩০আই ফোন। ৩ এপ্রিল থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
ইনফিনিক্স হট ৩০আই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। Android 12 based XOS 12- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনের ৮ জিবি মেমরি আরও ৮ জিবি বাড়িয়ে মোট ১৬ জিবি করা যাবে।
- ইনফিনিক্সের নতুন ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা মডিউলে রয়েছে ডুয়ল এলইডি ফ্ল্যাশ।
- এই ফোনে ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ইনফিনিক্স হট ৩০আই ফোনে একবার চার্জ দিলে ২৫ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে বলে দাবি সংস্থার।