Smartphones: ইনফিনিক্স হট ৪০আই (Infinix HOt 40i) ফোন ভারতে কবে লঞ্চ হবে সেই দিনক্ষণ ঘোষণা করেছে সংস্থা। ইনফিনিক্সের (Infinix Smartphone) তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে এই ফোন লঞ্চ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ইনফিনিক্সের হট সিরিজের (Infinix Hot Series Phone) এই ফোন গতবছর ডিসেম্বর মাসে নির্দিষ্ট কিছু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। তার সঙ্গে ছিল ইনফিনিক্স হট ৪০ এবং ইনফিনিক্স হট ৪০ প্রো- এই দুই ফোন। ইনফিনিক্স হট ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে Unisoc T606 SoC এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ইতিমধ্যেই ফ্লিপকার্টে ইনফিনিক্স হট ৪০আই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। আগামী ১৬ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। ইনফিনিক্স হট ৪০আই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যেই থাকবে বলে জানা গিয়েছে। ৮ জিবি অনবোর্ড র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ৮ জিবি ভার্চুয়াল মেমোরি নিয়ে লঞ্চ হবে ইনফিনিক্স হট ৪০আই ফোনটি। প্রসঙ্গত উল্লেখ্য, সৌদি আরবে এই ফোন লঞ্চ হয়েছে ইতিমধ্যেই।
ইনফিনিক্স হট ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ থেকে ৯০ হার্টজের মধ্যে রয়েছে।
- ইনফিনিক্সের এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে একটি Unisoc T606 প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ইনফিনিক্স হট ৪০আই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সেখানে আর্টিফিশিয়াল ইটেলিজেন্সের সাপোর্টও রয়েছে। এখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ইনফিনিক্স হট ৪০আই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে।
আরও পড়ুন- নতুন সবুজ রঙে ভারতে হাজির পোকো এম৬ ৫জি এবং পোকো সি৬৫, দাম কত? কী কী ফিচার রয়েছে?