Infinix Phones: ভারতে আসছে ইনফিনিক্সের নতুন ফোন। এবার লঞ্চ হবে ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোন। ১১ জুলাই এই ফোন দেশে লঞ্চ হওয়ার কথা। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন প্রসঙ্গে বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। গত বছর সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন। নতুন ফোনে থাকতে চলেছে গেমিং- এর জন্য অনেক আধুনিক ও উন্নত ফিচার যেগুলি আবার এআই যুক্ত। এর পাশাপাশি একটি কাস্টোমাইজেবল এআই বাটনও থাকবে ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোনে। এই ফোনের রং সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন অনলাইনে কেনা যাবে। ফ্লিপকার্টে ইনফিনিক্সের আসন্ন ফোনের জন্য একটি লাইভ মাইক্রোসাইট তৈরি হয়ে গিয়েছে। Shadow Blue, Sleek Black, Tundra Green- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন ফোন। 

ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। ৯০ ফ্রেম পার সেকেন্ডে এই প্রসেসরের মাধ্যমে ইনফিনিক্সের নতুন ফোনে গেম খেলা যাবে। এআই গেমিং মোডও থাকবে এই ফোনে। ফলে ইউজারদের অভিজ্ঞতা হবে ঝুটঝামেলাহীন। One Tap AI Button থাকতে চলেছে ইনফিনিক্সের এই ফোনে, যা মূল আকর্ষণ। এই বাটনে ডবল প্রেস এবং লগ প্রেস করলে অনেক পরিষেবা পাওয়া যাবে। গুগলের সার্কেল টু সার্চ ফিচারের সাপোর্টও থাকতে চলেছে এই ফোনে। এই ফোন ৭.৮ মিলিমিটার পুরু হতে চলেছে। 

Infinix Gaming Phone: ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোন (Infinix GT 30 Pro 5G) লঞ্চ হয়েছে ভারতে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কাস্টোমাইজেবল এলইডি লাইট ডিজাইন। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ও ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স জিটি ২০ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোন। ইনফিনিক্সের নতুন ৫জি ফোন একটি গেমিং ফোকাসড মডেল। গেমিং ফোনে ইউজারদের জন্য যা যা প্রয়োজনীয় যেমন- শোল্ডার ট্রিগার, XBoost গেমিং ইঞ্জিন, ৬ স্তরের থ্রিডি ভেপার কুলিং চেম্বার- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে ই-স্পোর্টস মোড।