Premium Android TV: বাজেট ফোন এবং বাজেট সেগমেন্টের টিভি লঞ্চের পর এবার প্রিমিয়াম স্মার্ট টিভি (Premium Smart TV) লঞ্চ করেছে ইনফিনিক্স সংস্থা। এই প্রিমিয়াম টিভি একটি অ্যান্ড্রয়েড টিভি (Amdroid TV)। ইনফিনিক্স সংস্থা তাদের জিরো সিরিজে (Infinix Zero Serie) ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি- এই দুই ডিসপ্লে সাইজে নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড টিভি লঞ্চ করেছে। এই QLED TV- তে রয়েছে Quantum DOT টেকনোলজির সাপোর্ট। ইনফিনিক্স জিরো সিরিজের এই প্রিমিয়াম অ্যান্ড্রয়েড টিভিগুলো সার্টিফায়েড Google TV, যেখানে ব্রাইট এবং স্মুদ ডিসপ্লে, সেফ ভিউয়িং এক্সপিরিয়েন্স, উন্নত সাউন্ড কোয়ালিটি এবং শক্তিশালী প্রসেসর রয়েছে।
Zero 55-inch QLED TV: দাম এবং উপলব্ধতা
এই স্মার্ট টিভি লঞ্চ হয়েছে ৩৪,৯৯০ টাকায়। অন্যদিকে Infinix 50-inch 4K TV যা X3 series- এর অন্তর্গত, সেটি লঞ্চ হয়েছে ২৪,৯৯০ টাকায়। আগামী ২৪ সেপ্টেম্বর এই দুই স্মার্ট টিভির বিক্রি শুরু হতে চলেছে। এই দুটো টিভিই অ্যান্ড্রয়েড টিভি। ইনফিনিক্স সংস্থার এই প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলির সাহায্যে ইউজারদের ভিউয়িং এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে বলে দাবি করেছে সংস্থা।
Zero 55-inch QLED TV: স্পেসিফিকেশন
- ইনফিনিক্স সংস্থা জিরো সিরিজের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড টিভি ZERO 55-inch QLED 4K TV- তে রয়েছে প্রায় bezel less ডিজাইন। যেটুকু না থাকলেই নয় সেই পরিমাণ bezel রয়েছে এই স্মার্ট টিভির ডিজাইনে।
- এই প্রিমিয়াম স্মার্ট টিভিতে রয়েছে Dolby Vision, HDR 10+ - এর সাপোর্ট। ইউজাররা নিজেদের পছন্দের টিভি শো, খেলা, সিনেমা এই সবকিছুই দেখার ক্ষেত্রেই স্মুদ এক্সপিরিয়েন্স পাবেন।
- এই প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রয়েছে দুটো শক্তিশালী ইন-বিল্ট ৩৬ ওয়াটের বক্স স্পিকার। এখানে ডলবি ডিজিটাল অডিওর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে 2 Tweeters যা শব্দের কোয়ালিটি আরও ভাল করবে।
- ৫৫ ইঞ্চির এই QLED ANDROID TV- তে রয়েছে একটি মিডিয়াটেক Quad-Core CA55 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম। সফটওয়্যারের নিরিখে এই টিভি পরিচালিত হয়ে অ্যান্ড্রয়েড ১১ আউট অফ দ্য বক্সের সাহায্যে।
- কানেক্টিভিটি অপশন হিসেবে ইনফিনিক্স সংস্থার এই প্রিমিয়াম অ্যান্ড্রয়েড টিভিতে রয়েছে তিনটি HDMI (1 ARC Support), দু’টি USB ports, ৫.০ ব্লুটুথ, WiFi b/g/n, 1 AV input, 1 LAN, 1 Headphone port, ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই পোর্টের সাপোর্ট।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের নতুন আপডেট, চ্যাট ব্যাকআপ নেওয়া যাবে পেনড্রাইভে