হিন্দোল দে, কলকাতা: বিশ্বকর্মা পুজো ঘিরে উৎসবের আমেজ শহরে (Vishwakarma Puja)। সেই আবহেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল (Road Accident)। পর পর বাইক, স্কুটারে ধাক্কা মিনিডোরের। তাতে প্রাণহানি ঘটেনি যদিও। তবে চার জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বকর্মা পুজোর দিন একাধিক দুর্ঘটনা শহরে
শনিবার সকালে নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকায়, গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে এই দুর্ঘটনা ঘটে। সকাল ১০টা নাগাদ গড়িয়া স্টেশন (Garia Station) থেকে খেয়াদা যাওয়ার পথে দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি মিনিডোর। তাতেই পর পর দু'টি সাইকেল, দু'টি মোটর সাইকেল এবং একটি স্কুটারে ধাক্কা মারে মিনিডোরটি। তাতেই চার জন জখম হন। হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।
মিনিডোরটির চালকের আসনে ছিল এক নাবালক। তাকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশি নজরদারির অভাব রয়েছে বলে তাঁদের অভিযোগ। ওই নাবালক মিনিডোর নিয়ে বেরিয়েছিল কেন, কার নির্দেশে বেরিয়েছিল, কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে এই দুর্ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশি নজরদারির অভাব রয়েছে বলে তাঁদের অভিযোগ।
আরও পড়ুন: BJP : "২০২৪-এ শিক্ষা দেব", তৃণমূলকে হুঁশিয়ারি BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের
শনিবার ভোরে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়েন বালির এক বাসিন্দাও। শোভাবাজার লালমন্দিরে ধাক্কা মারে তাঁর গাড়ি। তাতে অল্পের জন্য রক্ষা পান চালক। বালির বাসিন্দা, ওই গাড়ি চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্টিয়ারিংয়ে হাত রেখে তিনি ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
অন্য় দিকে, বিশ্বকর্মা পুজোর তোড়জোড় করতে গিয়ে শহরে বেঘোরে মৃত্যু হয়েছে এক যুবকেরও। কারখানা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। মৃতের নাম রোহিত শর্মা। পিকনিক গার্ডেনের বাসিন্দা বছর পঁচিশের রোহিত কাজ করতেন নিউ মার্কেট থানা এলাকার উমা দাস লেনের একটি লোহার কারখানায়। স্থানীয় সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর আগে কারখানা পরিষ্কার করতে গিয়ে, গতকাল ঘরের ভিতরে খোলা তারে বিদ্যুত্স্পৃষ্ট হন ওই যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।