Infinix Note 12i: ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। এছাড়াও ইনফিনিক্সের (Infinix) নতুন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ইনফিনিক্স নোট ১২আই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। 


ইনফিনিক্স নোট ১২আই ফোনের দাম এবং উপলব্ধতা


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ফোর্স ব্ল্যাক এবং মেটাভার্স ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২আই ফোন। আগামী ৩০ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই ফোন। 


ইনফিনিক্স নোট ১২আই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের স্লট (ন্যানো)। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 

  • ইনফিনিক্সের এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। তার উপরে রয়েছে Gorilla Glass 3 protection।

  • এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি টার্সিয়ারি সেনসর রয়েছে।

  • এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ। 

  • ইনফিনিক্সের এই ফোনে ৬৪ জিবি ইনবিল্ড স্টোরেজ রয়েছে। এই স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।

  • ইনফিনিক্স নোট ১২আই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


Poco X5 Series: পোকো এক্স৫ সিরিজ (Poco X5 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, পোকো এক্স৫ সিরিজে ভ্যানিলা (Poco X5) এবং প্রো (Poco X5 Pro) মডেল লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এর আগে বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)- এও এই ফোনের সিরিজের নাম দেখা গিয়েছে। এর থেকেই অনুমান করা হচ্ছে, পোকো এক্স৫ সিরিজ ভারতে লঞ্চ হবে। 


আরও পড়ুন- পোকো এক্স৫ প্রো ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে? লঞ্চের সম্ভাবনাই বা কবে?