Infinix Smart 6 Plus: ইনফিনিক্স (Infinix) কোম্পানির নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স স্মার্ট ৬ সিরিজের (Infinix Smart 6 Series) নতুন মডেল ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস (Infinix Smart 6 Plus) লঞ্চ হয়েছে দেশে। দাম মাত্র ৭৯৯৯ টাকা। তবে এই দামের মধ্যেও যথেষ্ট ভাল ফিচার রয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন ফোনে। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে একটি ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এই ফোনে রয়েছে Extended RAM ফিচার। ফোনের অব্যবহৃত স্টোরেজ থেকে প্রায় ৩ জিবি নিয়ে তার সাহায্যেই বাড়ানো যাবে ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ। আর এর ফলে একদম স্মুথ ভাবে কাজ করবে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোন। অর্থাৎ ফোন হ্যাং হয়ে যাওয়া বা স্লো হয়ে যাওয়ার সমস্যা দেখা যাবে না। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর, দুটো LED ফ্ল্যাশ সমেত ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের দাম এবং উপলব্ধতা
ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস একটি বাজেট স্মার্টফোন। অর্থাৎ দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। এই ফোনের দাম ভারতে ৭৯৯৯ টাকা। আগামী ৩ অগস্ট থেকে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থস ফ্লিপকার্টের মাধ্যমে। Crystal Violet, Tranquil Sea Blue, Miracle Black- এই চারটি রঙে ভারতে উপলব্ধ হবে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোন।
ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) এবং XOS 10- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- ইনফিনিক্সের এই ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির Drop notch HD+ ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র্যাম। এক্সটেনডেড র্যাম ফিচারের সাহায্যে এই র্যামের পরিমাণ ৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি AI ডেপথ সেনসর এবং ডুয়াল LED ফ্ল্যাশ। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এখানেও রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ।
- ইনফিনিক্সের নতুন বাজেট ফোনে রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ যার পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচার। ইউজারদের নিরাপত্তার জন্য এইসব ফিচার যুক্ত হয়েছে ফোনে।
- কানেক্টিভিটি অপশন হিসেবে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে 4G LTE, Wi-Fi, Bluetooth, Micro-USB port- এইসব ফিচার রয়েছে।
আরও পড়ুন- শুরু হল ক্রোমার 'অ্যাপেল সেল', আইফোনের কোন কোন মডেল কতটা কমে কেনা যাবে, দেখে নিন