Infinix Smartphone: ইনফিনিক্স সংস্থা তাদের নতুন ফোন ইনফিনিক্স স্মার্ট ৮এইচডি (Infinix Smart 8HD) লঞ্চ করেছে ভারতে। এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইনফিনিক্স (Infinix Smartphones) সংস্থা দাবি, এই প্রথমে ৬০০০ টাকার কম দামের ফোনের সেগমেন্টে এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা গিয়েছে। ইনফিনিক্স স্মার্ট ৮এইচডি ফোনে রয়েছে UFS 2.2 স্টোরেজ এবং টাইপ-সি চার্জিং সাপোর্ট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


ভারতে ইনফিনিক্স স্মার্ট ৮এইচডি ফোনের দাম


ক্রিস্টাল গ্রিন, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের এই ফোন। ফ্লিপকার্ট থেকে মাত্র ৫৬৬৯ টাকায় এই ফোন কেনা যাবে। বিভিন্ন অফলাইন চ্যানেল থেকেই এই ফোন কেনা যাবে। ইনফিইক্স স্মার্ট ৮ এইচডি ফোনের বিক্রি শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে ক্রেতারা ১০ শতাংশ ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাবেন। 


ইনফিনিক্স স্মার্ট ৮এইচডি ফোনের স্পেসিফিকেশন 



  • একটি Unisoc T606 প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই স্টোরেজ এক্সপ্যান্ডেবল অর্থাৎ বাড়ানো সম্ভব, ২ টিবি পর্যন্ত। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে এই ফোনের ইন্টারনাল স্টোরেজের পরিমাণ। এছাড়াও থাকছে ৩ জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধা।

  • ইনফিনিক্স স্মার্ট ৮এইচডি ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বেসড XOS 13- এর সাপোর্ট রয়েছে। এই ফোনে একটি HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনে ফেস আনলক ফিচার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ডায়নামিক নচ ফিচার যা ম্যাজিক রিং নামে পরিচিত, ডিসপ্লের উপর পাঞ্চ হোল সেলফি ক্যামেরা- সমস্ত ফিচারের সাপোর্ট রয়েছে। 

  • ইনফিনিক্সের নতুন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে। এছাড়াও রয়েছে এআই ফেস আনলক ফিচারের সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে সাত হাজার টাকারও কমে পাবেন এই স্মার্টফোনগুলি, কোথা থেকে কিনবেন? তালিকায় কোন কোন মডেল রয়েছে?