Infinix Smartphone: ইনফিনিক্স জিরো ৩০ ৫জি (Infinix Zero 30 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স (Infinix Smartphone) জিরো ২০ মডেলের সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হয়েছে। নতুন এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম। এই ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফ্লিপকার্টে এই ফোনের জন্য প্রি-অর্ডার শুরু হয়েছে।
ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড XOS 13- র সাপোর্ট।
- ইনফিনিক্সের এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এটি একটি ৬০ ডিগ্রি কার্ভড AMOLED ডিসপ্লে।
- ফোনের দু'সাইডেই নিরাপত্তার জন্য রয়েছে Corning Gorilla Glass protection। এই ফোনের র্যামের পরিমাণ ২১ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে।
- ইনফিনিক্সের নতুন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ ফিচার। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। এই ফ্রন্ট ক্যামেরার সাহায্যে এক সেকেন্ডে ৬০টি ফ্রেমের ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।
- ইউজারদের সুরক্ষার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ধুলো আর জলে নষ্ট হবে না এই ফোন। এখানে রয়েছে ডুয়াল স্পিকার যেখানে DTS হাই রেজোলিউশন অডিও টেকনোলজি রয়েছে।
মোটোরোলার নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে
মোটো জি৮৪ ৫জি, মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে ৮ সেপ্টেম্বর থেকে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। Viva Magenta এবং Marshmallow Blue - এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটো জি৮৪ ৫জি ফোন। এছাড়াও জানা গিয়েছে, Midnight Blue 3D acrylic glass finish variant- এও পাওয়া যাবে মোটো জি৮৪ ৫জি ফোন।
আরও পড়ুন- মোটো জি৮৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার-স্পেসিফিকেশন রয়েছে?