Infinix Smartphones: ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি (Infinix Zero Ultra 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২০ ডিসেম্বর। এর সঙ্গেই লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিরো ২০ ফোন। ইতিমধ্যেই এই দুই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। ফ্লিপকার্টের ওয়েবসাইটে ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। এই ফোনে থাকতে চলেছে একটি কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ১৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ইনফিনিক্স জিরো আলট্রা ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টেও এই চার্জিং ফিচার ছিল। 


ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে ৫জি সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট। 

  • এই ফোনে একটি ৬.৮ ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • ইনফিনিক্সের এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম।

  • ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনে ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা সেনসর। 

  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে জিপিএস, ব্লুটুথ, টাইপ- সি ইউএসবি পোর্ট, WiFi6 কানেক্টিভিটি। 


Redmi Note 12 Pro Plus: রেডমি নোট ১২ প্রো প্লাস (Redmi Note 12 Pro Plus) ফোন ভারতে লঞ্চ হবে আগামী ৫ জানুয়ারি। সম্প্রতি এই ফোন লঞ্চের দিন ঘোষণা করেছে চিনের সংস্থা শাওমি (Xiaomi)। এই ফোনের মূল আকর্ষণ হতে চলেছে ২০০ মেগাপিক্সেলের (200 MP Camera) মেন ক্যামেরা সেনসর। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির একটি Full HD OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা অয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- স্মার্টফোনের এই ছিদ্র করে কামাল, না থাকলে অনেক সমস্যা