Instagram App: ট্যুইটারের (Twitter) প্রতিদ্বন্দ্বী অ্যাপ আনতে চলেছে মেটা (Meta) অধিকৃত ইনস্টাগ্রাম (Instagram)। শোনা যাচ্ছে, একটি টেক্সট ভিত্তিক অ্যাপ লঞ্চ করতে চলেছে ইনস্টাগ্রাম। অর্থাৎ এখানে ট্যুইটারের মতো লেখার সুযোগ সুবিধা পাবেন ইউজাররা। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে সম্ভবত জুন মাসে এই অ্যাপ লঞ্চ হতে চলেছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে মেটা কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের নতুন প্রোডাক্ট প্রভাবশালী এবং বেশ কিছু ক্রিয়েটরকে পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে। সূত্রের খবর, ইনস্টাগ্রামের এই টেক্সট ভিত্তিক অ্যাপের সঙ্গে ট্যুইটারের পাশাপাশি Mastodon অ্যাপের সঙ্গেও মিল থাকবে। ইনস্টাগ্রামের নতুন টেক্সট ভিত্তিক অ্যাপে ৫০০ শব্দ পর্যন্ত লেখা যাবে বলেও শোনা গিয়েছে। আপাতত নতুন অ্যাপ প্রসঙ্গে সমস্ত খবরই গোপনে রেখেছে মেটা কর্তৃপক্ষ। নির্দিষ্ট কিছু ইউজারই এই মাসে সুযোগ পাবেন নতুন অ্যাপ পরীক্ষা করার। শোনা যাচ্ছে, এই অ্যাপ নিয়ে মেটার তরফে বিভিন্ন ট্যালেন্ট এজেন্সি এবং তারকাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে, তাঁদের কতটা আগ্রহ রয়েছে প্রাথমিক ভাবে সেটাই দেখা উদ্দেশ্য।


এলন মাস্কের নতুন সিদ্ধান্ত


মাত্র একদিনের মধ্য়ে এলন মাস্ক নিয়ে ফেলেছেন নতুন সিদ্ধান্ত। ট্যুইটারের সিইও পদে লিন্ডা ইয়াকারিনোকে আনার পর মাস্ক নিজেই জানিয়েছেন, পুরনো ব্যবসায় ফিরে যেতে চান তিনি। এই নিয়ে প্রকাশ্যে নিজের মতামত জানান মাস্ক। যেখানে তিনি বলেন, "লিন্ডাকে নিয়ে এসে,আমি টেসলাকে আরও সময় দিতে পারব। এবার আমি ওদিকে সময় দেব।" টেসলার বর্তমান পরিস্থিতি বলছে, ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে টেসলার অপারেটিং আয় ২৪ শতাংশ কমে ২.৭ বিলিয়ন ডলারে চলে গিয়েছে। গাডি় সেভাবে না চলায় মাস্কের নেতৃত্বে টেসলার ইভির দাম কমিয়ে চলেছে কোম্পানি। 


বাজার বিশ্লেষকদের সঙ্গে আলোচনায় মাস্ক জানিয়েছেন, টেসলা ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে বহু প্রতীক্ষিত সাইবারট্রাকের সরবরাহ শুরু করবে। গত মাসেই সেই ইঙ্গিত দিয়েছিলেন টেসলার সর্বময় কর্তা। তিন জানিয়েছিলেন, যেকোনও প্রোডাকশন লাইন চালু করতে সময় লাগে। সাইবার ট্রাক সত্যিই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য। এটি অন্যান্য গাড়ির মতো তৈরি নয়। প্রথম ত্রৈমাসিকে টেসলা অটোমেটিকের আয় প্রায় 19.9 বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বছরে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


Vivo Smartphone: ভিভো ভি২৯ লাইট (Vivo V29 Lite) ফোন নিয়ে আপাতত কাজ করছে ভিভো সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোন গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও ভিভো (Vivo Smartphone) সংস্থা এখনও এই ফোন সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 


আরও পড়ুন- মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?