Instagram: সমস্যা দেখা দিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া (Social Media) মাধ্যমে ইনস্টাগ্রামে (Instagram)। আর তা নিয়ে ট্যুইটারে (Twitter) ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। বিশ্বের বিভিন্ন প্রান্তেই ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। ট্যুইটারে বিভিন্ন দেশের ইউজাররা তাঁদের সমস্যা জানিয়েছেন। অনেকে আবার উষ্মাও প্রকাশ করেছেন। নেটিজেনরা জানিয়েছেন, তাঁরা ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার DM ব্যবহার করতে পারছেন না। সেই সঙ্গে রিফ্রেশ হচ্ছে না ইনস্টাগ্রামের Feed। এছাড়াও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে ইনস্টাগ্রামে। জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম যে সমস্যা করছে সেকথা নিশ্চিত ভাবে জানিয়েছে Downdetector.com। এটি একটি outage detection ওয়েবসাইট। সূত্রের খবর, ২২ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১০টা থেকে ইনস্টাগ্রামে এইসব সমস্যা দেখা দিয়েছে। 


Downdetector.com- এই ওয়েবসাইটের তরফে ট্যুইট করেও একথা নিশ্চিত করে জানানো হয়েছে যে ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে এবং ইনস্টাগ্রাম ডাউন রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তেই। দেখে নিন সেই ট্যুইট।


 






জানা গিয়েছে, বেশিরভাগ ইউজার ইনস্টাগ্রাম অ্যাপেই সমস্যার সম্মুখীন হয়েছে। outage detection ওয়েবসাইট Downdetector.com জানিয়েছে, ৮৭ শতাংশ সমস্যা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাপেই। ৯ শতাংশ সমস্যা দেখা দিয়েছে ইনস্টাগ্রামে লগ-ইনের ক্ষেত্রে। অন্যদিকে ৪ শতাংশ সমস্যা দেখা দিয়েছে ইনস্টাগ্রাম ওয়েবসাইটের ক্ষেত্রে। এর পাশাপাশি আবার 9to5Mac- এর একটি রিপোর্টে বলা হয়েছে মেটা অধিকৃত ছবি এবং ভিডিও শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রামে একটি নতুন ফিচারের পরীক্ষা নিরীক্ষা করছে কর্তৃপক্ষ। তার জেরেই সম্ভবত এই সমস্যা দেখা দিয়েছে। 


ইনস্টাগ্রামে এ জাতীয় সমস্যা এই প্রথম দেখা দিয়েছে তেমনটা কিন্তু নয়। এর আগেও একাধিকবার বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে ডাউন হয়েছে ইনস্টাগ্রাম, অর্থাৎ জনপ্রিয় এই অ্যাপে সমস্যা দেখা দিয়েছে। ভারতের একাধিক শহরেও দেখা দিয়েছে সমস্যা। যদিও প্রতিবারই সমস্যার সমাধান করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এই বারের সমস্যারও দ্রুত সমাধান হবে বলে আশাবাদী নেটিজেনদের অনেকে। খুব তাড়াতাড়ি এই অ্যাপ সঠিকভাবে কাজ শুরু করবে বলে মনে করা হচ্ছে। 


ইনস্টাগ্রামের তরফেও ট্যুইট করে জানানো হয়েছে সে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার নিষ্পত্তি করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ইউজারদের সমস্যার জন্য দুঃখপ্রকাশও করেছে তারা। দেখে নিন সেই ট্যুইট।


 






আরও পড়ুন- ভারত সরকারের ওয়েবসাইট-সার্ভারে হানা দিচ্ছে বাংলাদেশি হ্যাকাররা! বাড়ছে আতঙ্ক