সান ফ্রান্সিসকো : নেটজগতে জনপ্রিয়তার তথাকথিত মাপকাঠি 'লাইক'-এর নিয়ন্ত্রণ এবার গ্রাহকদের হাতেই তুলে দিল ফেসবুক-ইনস্টাগ্রাম। কোনও একটি নির্দিষ্ট পোস্টে কতজন লাইক করেছেন, এবার থেকে সেটা কেউ না চাইলে আর পাবলিক থাকবে না। এমনই নতুন ফিচার আনল ফেসবুক-ইনস্টাগ্রাম। শুধু লাইক নিয়ন্ত্রণই নয়, আপত্তিকর মন্তব্য ছেঁকে বাদ দেওয়া, কার বা কাদের পোস্ট ফিডে দেখবেন তার নিয়ন্ত্রণের মতো একাধিক নতুন ফিচার এনেছে তারা।


তথাকথিত জনপ্রিয়তার মাপকাঠি লাইক চাইলে পাবলিক না রাখার এই ফিচারের সংযোজন প্রসঙ্গে ফেসবুক-ইনস্টাগ্রমের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ইনস্টাগ্রামে কয়েকদিন ধরেই লাইক না দেখানোর প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে চালিয়ে চাপ কমানোর চেষ্টা করছিলাম আমরা। অনেক গ্রাহকের থেকেই আমরা ফিডব্যাকের ভিত্তিতে বুঝেছি লাইকের কাউন্ট যেমন অনেকের কাছে আনন্দের তেমনই আবার অনেকের কাছেই তা বিরক্তিকরও। লাইকের ভিত্তিতে মূলত ট্রেন্ডিং বিষয় বোঝা যায়, তবে এবার থেকে সেটার দখল নিজেদের কাছে রাখার বিকল্প দেওয়া হচ্ছে।


গ্রাহকরা কীভাবে তাদের সোশ্যাল মিডিয়া জীবনকে দেখবেন তার দখল তাদের কাছেই রাখার জন্য লাইক কাউন্ট বন্ধ করার বিকল্পের পাশাপাশি আপত্তিকর কমেন্ট ছেঁকে ফেলা, ফেসবুকের নিউজ ফিডে ঠিক কী দেখবেন সেটার মতো বিকল্পও রাখা হয়েছে। আনা হয়েছে 'ফেভারিটস ফিড' ও 'চুজ হু ক্যান কমেন্ট' ফিচার।


সেটিংসয়ের নিউ পোস্ট সেকশনে গিয়ে অ্যাকটিভ করা যাবে হাইড লাইক কাউন্ট। যার সাহায্যে ফিডের সব পোস্টের ক্ষেত্রে তা কার্যকর হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামের বক্তব্য, লাইকের গুণতির থেকেও ভালো ছবি- ভিডিও যাতে গ্রাহকরা শেয়ার করেন সেটাই প্রাধান্য তাদের।


পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে এক্সপার্ট ও ক্রিয়েটরদের সঙ্গে কোল্যাবরশনের ক্ষেত্রেও নতুন আপডেটেড ফিচার এনেছে ফেসবুক-ইনস্টাগ্রাম।


কোম্পানির তরফে বার্তা, তাদের প্ল্যাটফর্ম লোক যেভাবে দেখেন সেখানে এভাবে লাইক কাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ ছিল না। তবে গ্রাহকদের নেট-অভিজ্ঞতা যাতে সুখকর হয় ও কোনওভাবেই অযাচিত চাপ তৈরি না হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই পদক্ষেপ।