ইটানগর: অরুণাচল প্রদেশকে চিনের অংশ বলে দাবি করে ইউটিউবে একটি ভিডিও আপলোড করার অভিযোগে পঞ্জাবের লুধিয়ানার এক তরুণকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে উত্তর-পূর্ব ভারতের মানুষের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এবং প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ, ১৫৩ এ ও ৫০৫(২) সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ধৃত তরুণের নাম পরশ সিংহ। ইউটিউবে তাঁর একটি চ্যানেল আছে। সেই চ্যানেলে রবিবার তিনি একটি ভিডিও আপলোড করে অরুণাচলের কংগ্রেস বিধায়ক নিনঙ্গ এরিঙ্গকে অ-ভারতীয় বলে দাবি করেন। অরুণাচল প্রদেশকে চিনের অংশ বলে দাবি করেন পরশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এই ভিডিও দেখে ট্যুইট করে জানান, ওই তরুণকে গ্রেফতার করার বিষয়ে লুধিয়ানার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। অরুণাচল প্রদেশের পুলিশের হাতে পরশকে যাতে তুলে দেওয়া হয়, দ্রুততার সঙ্গে সেই প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলেন রিজিজু। এরপরেই পরশকে গ্রেফতার করা হয়। তাঁকে জরুরি ভিত্তিতে অরুণাচল প্রদেশে এনে বিচার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন রিজিজু।
এ বিষয়ে লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ওয়ারিয়াম সিংহ জানিয়েছেন, ‘অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্ত তরুণ ক্ষমা চেয়ে বলেন, ভুল করে ওই ধরনের মন্তব্য করেছেন তিনি। তাঁর পরিবারের লোকজনও ক্ষমা চেয়ে নেন। তবে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’
এই ঘটনায় উত্তর-পূর্ব ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, ‘অসাধু উদ্দেশ্যে ওই ভিডিও আপলোড করা হয়। অরুণাচল প্রদেশের মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে। অরুণাচল প্রদেশের পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে।’
অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চাওনা মিন বলেছেন, ‘পরশ সিংহ (বান্টি) নামে এক তরুণের ইউটিউব পোস্ট দেখে আমি ব্যথিত। শুধু আমার রাজ্য অরুণাচল প্রদেশের একজন বিধায়কের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হয়নি, ভারতে আমাদের রাজ্যের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। আমাদের চেহারা নিয়ে উত্তর-পূর্ব ভারতের বাইরে অন্য রাজ্যগুলিতে নিয়মিত সমস্যায় পড়তে হয়। আমাদের চেহারা, পোশাক, খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরন অন্যরকম হলেও, আমরা কোনও অংশেই কম ভারতীয় না।’