iPhone: আইফোন ১৪ সিরিজ লঞ্চের (iPhone 14 Series) পর দাম কমেছে আইফোন ১২- র (iPhone 12)। বর্তমানে আইফোন ১২- র ৬৪ জিবি স্টোরে মডেল পাওয়া যাচ্ছে ৫৯,৯০০ টাকায়। অন্যদিকে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯০০ টাকায়। অ্যামাজন ইন্ডিয়ার সাইটে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। সেখানে আইফোন ১২-র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ব্যাপক হারে কমতে চলেছে বলে শোনা গিয়েছে। আইফোন ১২-র এই স্টোরেজ মডেল ৪০ হাজার টাকারও কমে পাওয়া যেতে পারে। তবে সঠিক দাম এখনও প্রকাশ্যে আসেনি।
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আইফোন ১২- র ১২৮ জিবি স্টোরেজ মডেলে অসংখ্য ছাড় দেওয়া হবে। এই ফোনের দামে থাকবে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফার। তার ফলে এই ফোন কেনা যাবে ৩০ হাজার টাকার মধ্যে। অর্থাৎ ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম আরও কম হবে। এমনিতে আইফোন ১২ সাধারণ ইউজারদের ব্যবহারের জন্য যথেষ্ট ভাল ফোন। তবে এই ফোনে নতুন iOS ভার্সানের আপডেট নেওয়া বন্ধ করে দিয়েছে। প্রায় গত ২ বছর ধরে এমনটাই চলছে।
আইফোন ১২
৫জি সাপোর্ট রয়েছে এই আইফোনে। এছাড়াও রয়েছে OLED ডিসপ্লে, ডুয়াল রেয়ার ক্যামেরা এবং MagSafe চার্জিং সাপোর্ট। নতুন আইফোনের মডেলে যা যা ফিচার রয়েছে তার প্রায় সবই আইফোন ১২ মডেলে পাওয়া যাবে। শোনা যাচ্ছে, অ্যামাজনের এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আইফোন ১৩- র দামও কমতে চলেছে।
আইফোন ১৪ সিরিজ
ভারতে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হয়েছে গত ৭ সেপ্টেম্বর। গত সপ্তাহেই আইফোন ১৪ সিরিজের প্রিবুকিং শুরু হয়েছিল। এবার আইফোন ১৪ সিরিজের কয়েকটি মডেলের বিক্রি শুরু হয়েছে দেশে। শুধুমাত্র আইফোন ১৪ প্লাস ফোনের বিক্রি শুরু হবে দেরিতে। ৮ অক্টোবর থেকে এই ফোন উপলব্ধ হবে দেশে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যাঁদের রয়েছে তাঁরা ৫ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ প্রায় ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন তাঁরা। অন্যান্য অনলাইন স্টোরেও উপলব্ধ রয়েছে এই জাতীয় ব্যাঙ্ক অফার।
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আইফোন ছাড়া আরও বেশ কিছু ফোন এবং অন্যান্য স্মার্ট গ্যাজেটের দামে রয়েছে ছাড়। ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারফোন, এয়ারপডস, স্মার্ট টিভি সবেতেই রয়েছে ছাড়।