Amazon Sale: অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৩ (Amazon Great Indian Festival Sale 2023) প্রাইম মেম্বারদের জন্য শুরু হয়েছে গত ৭ অক্টোবর। সব ইউজাররা এই সেলে কেনাকাটার সুযোগ পেয়েছেন ৮ অক্টোবর থেকে। অ্যামাজনের এই সেলে পাঁচটি দুর্দান্ত অফার রয়েছে। একনজরে সেগুলো দেখে নেওয়া যাক।
অ্যাপেল প্রোডাক্ট
আইফোন ১৩- র দামে আকর্ষণীয় ছাড় রয়েছে অ্যামাজএর এই সেলে। ক্রেতারা ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বেস মডেল কিনতে পারবেন ৪৮,৯৯৯ টাকায়। ভারতে এই আইফোন লঞ্চ হয়েছিল ৬৯,৯০০ টাকায়। জানা গিয়েছে, ৪৮,৯৯৯ টাকার পরেও আইফোন ১৩- র দামে থাকছে ব্যাঙ্ক অফার এবং ক্যাশব্যাক অফার। এর ফলে আরও দাম কমবে আইফোনের এই মোডেলের। আইফোন ১৩- র মধ্যে রয়েছে এ১৫ বায়োনিক চিপসেট। নীল, সবুজ, মিডনাইট, গোলাপি, স্টারলাইট এবং (প্রোডাক্ট) রেড- এই ছয়টি রঙে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৩।
রেডমি ৩২ ইঞ্চির স্মার্ট ফায়ার টিভি
ভারতের বাজারে চলতি বছর মার্চ মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। এই টেলিভিশন সেট একটি এইচডি রেজোলিউশন যুক্ত স্মার্ট টিভি যেখানে FireOS 7 এবং ডলবি অডিও সিস্টেমের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ২০ ওয়াটের স্পিকার। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১০ হাজার টাকারও কমে, মাত্র ৮৯৯৯ টাকায়। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে থাকবে অতিরিক্ত ছাড়। ক্রেতারা নো-কস্ট ইএমআই- এর সুবিধাও পাবেন।
এয়ারপডস প্রো ২
এই ইয়ারবাডসে রয়েছে নতুন আপগ্রেড। iOS 17- এর সাপোর্ট রয়েছে অ্যাপেলের এই এয়ারপডস ডিভাইসে। এছাড়াও রয়েছে অ্যাডাপ্টীভ অডিও, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা এএনসি ফিচার এবং রিয়েল টাইম ট্রান্সপারেন্সি মোড। ইউজারদের হিয়ারিং এক্সপিরিয়েন্স ভাল করার জন্য একগুচ্ছ ফিচারের সাপোর্ট রয়েছে এয়ারপডস প্রো ২- তে। লঞ্চের সময় এই অডিও ডিভাইসের দাম ছিল ২৬,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে পাওয়া যাচ্ছে ৩১ শতাংশ ছাড়ে, ১৮,৪৯৯ টাকায়। এর পরেও থাকছে ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক অফার।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি
ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোন এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছে। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং সাপোর্ট। অ্যামাজনের সেলে এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দামে রয়েছে ১০০০ টাকা ছাড়। এর সঙ্গে ব্যাঙ্ক অফারও রয়েছে। আর থাকছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরও ফোনের পরিবর্তে এই মডেল কেনা যাবে।
ম্যাকবুক এয়ার এম১
২০২০ সালের নভেম্বর মাসে অ্যাপেলের এই ল্যাপটপ লঞ্চ হয়েছিল। এরপর ম্যাকবুক এয়ার এম২ - ও লঞ্চ হয়েছে। কিন্তু এম১ চিপ যুক্ত ম্যাকবুক এয়ার ল্যাপটপই ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। বর্তমানে ছাড় দিয়ে অ্যামাজনের সেলে এই ল্যাপটপের দাম ৬৯,৯৯০ টাকা। এই ম্যাকবুকের দামে রয়েছে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার। সোনালি, রুপোলি এবং স্পেস গ্রে- এই তিনটি রঙে কেনা যাবে ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপ।
আরও পড়ুন- ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে তিনটি প্রিমিয়াম ফোনে দুরন্ত ছাড়, রইল তালিকা