iPhone 13: অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale 2024) শুরু হতে চলেছে ১৩ জানুয়ারি। অ্যামাজনের প্রাইম মেম্বাররা (Amazon Prime Members) এই সেলে ২৪ ঘণ্টা আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। অ্যামাজনের এই সেলে আইফোন ১৩ (iPhone 13) কেনা যাবে ৫০ হাজার টাকারও কমে। ২০২১ সালে লঞ্চ হয়েছে আইফোন ১৩। দেখে নেওয়া যাক কীভাবে ক্রেতারা এই ফোন ৫০ হাজারের কমে পাবেন। 


বলা হচ্ছে, অ্যামাজনের সেলে আইফোন ১৩ কেনা যাবে ৪৯,৯৯৯ টাকায়। বর্তমানে অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের দাম ৫২,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই অনুমান করছেন, আইফোন ১৪ সিরিজের ফোন যেমন- আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো- এগুলিরও দাম কমবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে। 


আইফোন ১৩ যদি ক্রেতারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে কেনেন এবং ইএমআই ট্রানজাকশন করেন তাহলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অনুসারে এই ফোনের দাম ১০০০ টাকা কমে যাবে। তার ফলে ৪৯,৯৯৯ টাকা থেকে দ্মা কমে হবে ৪৮,৯৯৯ টাকা। আইফোন ১৩- র ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার হিসেবে ২২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার ব্যবস্থা রেখেছে অ্যামাজন কর্তৃপক্ষ। 


আইফোন ১৩- র বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন


২০২১ সালে লঞ্চ হওয়া অ্যাপেলের এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এই ফোনে অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপ রয়েছে। iOS 17.2- এর আপডেট পেয়েছে আইফোন ১৩। এটি অ্যাপেলের অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সান। আইফোন ১৩ মডেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাগেল ক্যামেরা। এছাড়াও ফোনের ডিসপেল্র উপরে রয়েছে ১২ মেগাপিক্সেলের TrueDepth ফ্রন্ট অর্থাৎ সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে 5G, 4G LTE এবং ব্লুটুথ ৫ কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে একটি Lightning port যার মাধ্যমে চার্জ দেওয়া সম্ভব ফোনে। এর পাশাপাশি ডেটা ট্রান্সফারেও কাজে লাগে এই পোর্ট। আইফোন ১৩ IP68 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অন্যান্য আইফোনের মতো ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য আইফোন ১৩ মডেলেও রয়েছে ফেস আইডি ফিচারের সাপোর্ট। 


আরও পড়ুন- ২০ হাজার টাকার কমেই পাবেন পোকোর নতুন ফোন, ভারতে হাজির পোকো এক্স৬ সিরিজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y