iPhone 14: আইফোন ১৪-র (iPhone 14) দামে অবিশ্বাস্য ছাড়। আইফোন ১৪ ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে ৪০ হাজার টাকারও কম দামে। গতবছর অর্থাৎ ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৪। এই আইফোনের মডেলে ফ্লিপকার্টের তরফে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার এবং একাধিক ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। ভারতে আইফোন ১৪-র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ৭৯,৯৯৯ টাকায়। তবে এখন অনেকটাই কম দামে এই ফোন কেনা যাচ্ছে ফ্লিপকার্ট থেকে।
ফ্লিপকার্টে আইফোন ১৪-র দামে ব্যাপক ছাড়
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে আইফোন ১৪- র দাম এখন লেখা রয়েছে ৭১,৯৯৯ টাকা। যদি ক্রেতা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কেনেন তাহলে ৪০০০ টাকা ছাড় পাবেন। এর ফলে ফোনের দাম কমে হবে ৬৭,৯৯৯ টাকা। যদি আপনার একটা পুরনো আইফোন থাকে তাহলে সেই ফোন এক্সচেঞ্জ করে অর্থাৎ ওই পুরনো ফোনের পরিবর্তে নতুন আইফোন কিনতে পারবেন। এক্ষেত্রে প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুবিধা রয়েছে। পুরনো আইফোন কী অবস্থায় রয়েছে, ব্যাটারি কেমন অবস্থায় আছে- এইসবের উপরে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ।
আইফোন ১৪
- এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED প্যানেল। আইফোন ১৪- তে রয়েছে এ১৫ বায়োনিক চিপ। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ। আইওএস ১৬ ভার্সানের সাহায্যে আইফোন ১৪ ফোন পরিচালিত হবে।
- কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ৫জি, ওয়াই-ফাই, ডুয়ালসিম, ব্লুটুথ, জিপিএস সাপোর্ট রয়েছে। ক্যামেরা ফিচার হিসেবে আইফোন ১৪- তে রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেনসর। এখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডলবি ভিশন সাপোর্ট।
Redmi Note 12 5G: রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) ফোন চলতি বছরের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় দুটো ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। তবে এবার লঞ্চ হয়েছে একটি নতুন ভ্যারিয়েন্টে। রেডমি নোট ১২ ৫জি ফোনের নতুন মডেলে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আগামী ৬ এপ্রিল থেকে রেডমি নোট ১২ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং অফিসিয়াল MI store ও বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। ফ্রস্টেড গ্রিন, ম্যাট ব্ল্যাক এবং মিস্টিক ব্লু রঙে রেডমি নোট ১২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল।
আরও পড়ুন- ভিভো টি২ সিরিজের ফোনে কী কী ফিচার থাকতে পারে? কোন কোন ফোনই বা লঞ্চ হতে চলেছে?