Apple Event 2022 Live: আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস নিয়ে এল অ্যাপল, এবার থাকছে আরও বড় ডিসপ্লে

Apple Event Live : প্রতীক্ষার অবসান। অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out' -এ থাকছে টেক বিশ্বের যাবতীয় প্রশ্নের উত্তর। আগামী দিনে কোন পথে হাঁটতে চলেছে কুপারচিনো টেক জায়ান্ট ? তারই খোলসা হবে আজ।

abp ananda Last Updated: 08 Sep 2022 12:08 AM
Apple Event 2022: অ্যাপল প্রো সিরিজ আসছে এই দিন, এই দাম রেখেছে কোম্পানি

Apple iPhone 14 Pro-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার (প্রায় ৭৯,৬০০ টাকা), যেখানে iPhone 14 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার (প্রায় ৮৭,৬০০ টাকা)। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেওয়া যাবে এই ফোনের। 16 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।

iPhone 14 Pro : ৪৮ মেগার মেন ক্যামেরা, দুই আইফোন প্রোতে পাবেন যথাক্রমে ৬.১ ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে

আইফোন 14 প্রো একটি নতুন 'প্রো ডিসপ্লে' সহ পাওয়া যাবে। iPhone 14 Pro একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্রেতা। পাশাপাশি iPhone 14 Pro Max একটি 6.7-ইঞ্চি ডিসপ্লের সঙ্গে নিয়ে এসেছে কোম্পানি। অনেক পাতলা বর্ডার ছাড়াও ১৬০০ নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা সহ তৈরি হয়েছে এই ফোন। উভয়ই অ্যাপল ফোনেই A16 বায়োনিক চিপসেট রয়েছে। এই চিপসেট একটি ৪ এনএম ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একটি নতুন ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।

Apple Event 2022: অ্যাপল নিয়ে এল আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স, এবার রয়েছে আইল্যান্ড নচ

অ্যাপলের ইভেন্টে লঞ্চ হল আইফোন 14 প্রো মডেল সিরিজ। আইফোন 14 প্রো ও আইফোন 14 প্রো ম্যাক্স - একটি নতুন ডায়নামিক আইল্যান্ড নচ ডিজাইন নিয়ে এসেছে। যা নোটিফিকেশন ও  অ্যাক্টিভিটি উইজেটগুলি দেখাতে আরও বড় হয়ে যায়। এগুলি স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড ও পার্পল কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

iPhone 14 Launch: ফিজিক্যাল সিম ট্রে থাকবে না iPhone 14 সিরিজে ব্যবহার হবে ই-সিম

আমেরিকায় iPhone 14 সিরিজে ফিজিক্যাল সিম ট্রে দেখা যাবে না। এই অঞ্চলে কবেল ই-সিমে চলবে ফোন। এটি অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ প্রবর্তিত ক্র্যাশ ডিটেকশন বৈশিষ্ট্যের সঙ্গেও পাওয়া যাবে। স্যাটেলাইট বৈশিষ্ট্যের মাধ্যমে একটি জরুরি এসওএস পাঠাতে পারবে। তবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় পাওয়া যাবে এই বৈশিষ্ট্য। iPhone 14-এর দাম ৭৯৯ ডলার (প্রায় ৬৩,৭০০ টাকা) থেকে শুরু হয়েছে। যেখানে iPhone 14 Plus-এর দাম ৮৯৯ ডলার (প্রায় ৭১,৬০০ টাকা) থেকে শুরু হয়েছে।

Apple Event 2022: দুটি ফোনেই থাকছে এই মেন ক্যামেরা, সঙ্গে পাবেন আরও ফিচার

iPhone 14 ও iPhone 14 Plus এ  ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১.৯ মাইক্রন পিক্সেল, f/১.৫ অ্যাপারচার ও সেন্সর শিফট OIS সহ পাওয়া যাবে এই ফোন।

iPhone 14 Launch: ওএলইডি ১২০০ নিটসের ডিসপ্লে আইফোন ১৪-এ, পাবেন ৫টি রঙে

iPhone 14 একটি OLED ডিসপ্লে, 1200nits পিক ব্রাইটনেস, ডলবি ভিশনের সাপোর্ট ও পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাবে। iPhone 14 ও iPhone 14 Plus উভয়ই Apple A15 Bionic চিপে চলবে। এতে আরও ভাল ব্যাটারি লাইফ, একটি 'আশ্চর্যজনক নতুন' ক্যামেরা সিস্টেম ও আরও অনেক কিছু অফার করে।

Apple Launch Event Live: এয়ারপডস প্রো 2 লঞ্চ করল অ্যাপল, আরও ভাল নয়েজ ক্যানসেলেশনের প্রযুক্তি

এয়ারপডস প্রো 2 লঞ্চ করল অ্যাপল।  এতে স্প্যাশিয়াল অডিও আরও ভাল নয়েজ ক্যানসেলেশনের প্রযুক্তি ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। AirPods Pro 2-এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা) । ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেওয়া যাবে এই এয়ারপডস । বাজারে পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর থেকে৷

Apple Event 2022: আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস নিয়ে এল কোম্পানি, আরও বড় ডিসপ্লে ফোনে

আইফোন ১৪-এ রাখা হয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। আইফোন ১৪ প্লাসে পাবেন বড় ৬.৭ ইঞ্জি ডিসপ্লে। কোম্পানির দাবি, মুভি কনটেন্ট দেখার কথা মাথায় রেখেই বড় স্ক্রিন এনেছে কোম্পানি। 

Apple Launch Event Live: সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা, অ্যাপল আনল এই ঘড়ি

আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য এবার Apple Watch Ultra  নিয়ে এসেছে কোম্পানি।  অ্যাপলের দাবি, সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা। Apple Watch Ultra-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার (প্রায় ৬৩,৭০০ টাকা) থেকে। ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।

Apple Event 2022: এবার নতুন Apple Watch SE আনল অ্যাপল, দাম প্রায় ২৩,৮০০ টাকা

Apple Watch SE (2nd Generation)ও লঞ্চ করেছে কোম্পানি। যাতে সিরিজ 8-এর মতো একই মোশন সেন্সর, ক্র্যাশ ডিটেকটর বৈশিষ্ট্যগুলিও রয়েছে৷ GPS সংস্করণের জন্য এটির দাম ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা) ও GPS+সেলুলার সংস্করণের জন্য ২৯৯ (প্রায় ২৩,৮০০ টাকা)। আজ থেকে এর অর্ডার দেওয়া যাবে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।

Apple Watch Series 8: অ্যাপল ওয়াচ ৮-এর দাম ঘোষণা করে দিল কোম্পানি, এই দাম রাখল টিম কুক

Apple Watch Series 8 এর দাম শুরু হবে  ৩৯৯ ডলার (প্রায় ৩১,৮০০ টাকা) থেকে। কেবল GPS সংস্করণ এই দামে পাওয়া যাবে। GPS+সেলুলার সংস্করণের জন্য ৪৯৯ ডলার (প্রায় ৩৯,৮০০ টাকা)। ১৬ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বাজারে।

Apple Event 2022: গাড়ি দুর্ঘটনায় পড়লে নিজে্ই জরুরিকালীন নোটিফিকেশন পাঠাবে অ্যাপল স্মার্টওয়াচ

গাড়ি দুর্ঘটনায় পড়লে নিজে্ই জরুরিকালীন নোটিফিকেশন পাঠাবে অ্যাপল স্মার্টওয়াচ ৮। এই ঘড়ি দিয়ে করা যাবে ইসিজি। রাতে শরীরে কোনও বড় পরিবর্তন হলে নোটিফাই করবে ঘড়ি।

Apple Watch Series 8 : অ্যাপলের নতুন ঘড়ি, এক বার চার্জে যাবে ৩৬ ঘণ্টা

লো পাওয়ার মো়ড থাকছে অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ। একবার ফুল চার্জে যাবে ৩৬ ঘণ্টা। আগে যা যেত ১৮ ঘণ্টা। তবে পাওয়ার সেভার মোডে এই কাজ করবে স্মার্টওয়াচ।

Apple Watch Series 8 : মহিলাদের জন্য বিশেষ ফিচার, অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ পাবেন এই সুবিধা

১ ডিগ্রি শরীরে তাপমাত্রা পরিবর্তন হলেও ধরতে পারবে অ্যাপল স্মার্ট ওয়াচ ৮ । মহিলাদের পিরিয়ড সাইকেলের বিষয়ে সতর্ক করবে স্মার্টওয়াচ। এ ছাড়াও আগের মতোই থাকছে অলওয়েজ অন ডিসপ্লে।

Apple Event 2022: আইফোন, অ্যাপল ওয়াচ, এয়ারপডস হবে লঞ্চ, প্রথমেই জানিয়ে দিলেন টিম কুক

আইফোন, অ্যাপল ওয়াচ, এয়ারপডস হবে লঞ্চ, প্রথমেই জানিয়ে দিলেন টিম কুক। ডিজাইনে ফের চমক দিল অ্যাপল। অ্যাডভান্স ফিচারের সঙ্গে আরও স্মার্ট প্রযুক্তি।

iPhone 13 Price Drop: আইফোন ১৪ আসার আগেই দাম কমল ১৩-এর

iPhone Discount: বহু প্রতীক্ষিত ‘ফার আউট’ ইভেন্টে iPhone 14-এর মডেল লঞ্চের আগেই দাম কমল আইফোন ১৩-এর। ভারতে iPhone 13 (128 GB) এর দাম প্রায় ১০,০০০ টাকা কমিয়েছে কোম্পানি। iPhone 13 (128 GB) এর আগে দাম ছিল ৭৯,৯০০ টাকা। এটি Amazon ও Flipkart-এ ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Apple Launch Event Live: আইফোন ১৪ সিরিজের বিভিন্ন ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন

আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্য দুই মডেলে হয়তো থাকবে বায়োনিক এ১৫ চিপসেট। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

Apple Event 2022 Live: আর কিছুক্ষণ ! অ্যাপল ফার আউট ইভেন্ট কখন শুরু হবে ?

Apple এর ফার আউট ইভেন্ট ৭ সেপ্টেম্বর ১০টা ET (ইস্টার্ন টাইম) বা ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে শুরু হবে৷ রাত সাড়ে ১২টা পর্যন্ত চলতে পারে এই অনুষ্ঠান। 

Apple Launch Event Live: আইফোন ১৪ সিরিজ ছাড়াও এই গ্যাজেটগুলি হতে পারে লঞ্চ

আইফোন ১৪  (iPhone 14 Launch) সিরিজ থেকে নতুন এয়ারপডস সামনে আনবে কোম্পানি। রয়েছে অ্যাপেল ওয়াচের (Apple Watch 8) নতুন সিরিজ লঞ্চের সম্ভাবনা । আইফোন ১৪ সিরিজ সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সেই জল্পনায় আজ পড়বে সিলমোহর। 



Apple Event Live: আজ রাতের এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে টেক বিশ্ব, কী প্রকাশ্যে আনবে অ্যাপল ?

অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out' -এ থাকছে টেক বিশ্বের যাবতীয় প্রশ্নের উত্তর। আগামী দিনে কোন পথে হাঁটতে চলেছে কুপারচিনো টেক জায়ান্ট ? তারই খোলসা হবে আজ অ্যাপেলের এই লঞ্চ ইভেন্টে।

প্রেক্ষাপট

Apple Event Live : প্রতীক্ষার অবসান। অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out' -এ থাকছে টেক বিশ্বের যাবতীয় প্রশ্নের উত্তর। আগামী দিনে কোন পথে হাঁটতে চলেছে কুপারচিনো টেক জায়ান্ট ? তারই খোলসা হবে আজ অ্যাপেলের এই লঞ্চ ইভেন্টে। আইফোন ১৪  (iPhone 14 Launch) সিরিজ থেকে নতুন এয়ারপডস সামনে আনবে কোম্পানি। রয়েছে অ্যাপেল ওয়াচের (Apple Watch 8) নতুন সিরিজ লঞ্চের সম্ভাবনা । আইফোন ১৪ সিরিজ সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সেই জল্পনায় আজ পড়বে সিলমোহর। 


iPhone 14 Launch: আইফোন ১৪ সিরিজে চারটি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইফোন ১৪, আইফোন ১৪ প্রো , আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি মডেল লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজে। শোনা যাচ্ছে, 'ম্যাক্স' মডেলের পরিবর্তে 'মিনি' ফোনও লঞ্চ হতে পারে। আগে অবশ্য শোনা গিয়েছিল যে আইফোন ১৪ সিরিজে অ্যাপেল কর্তৃপক্ষ আর 'মিনি' ফোন লঞ্চ করবে না। তবে নতুন করে আইফোন মিনি মডেল এই সিরিজেও লঞ্চের কথা শোনা গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানা যায়নি। 


অ্যাপল ফার আউট ইভেন্ট কখন শুরু হবে ?
Apple এর ফার আউট ইভেন্ট ৭ সেপ্টেম্বর ১০টা ET (ইস্টার্ন টাইম) বা ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে শুরু হবে৷



অ্যাপল আইফোন 14 সিরিজের লঞ্চ ইভেন্ট দেখার সেরা বিকল্পগুলি কী কী ?


Apple iPhone 14 লাইনআপ ও অন্যান্য পণ্যগুলির বিষয়ে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট Apple.com, Apple এর YouTube চ্যানেলের পাশাপাশি Apple TV অ্যাপের মাধ্যমে লাইভ-স্ট্রিম করা হতে পারে। যারা লাইভ স্ট্রিম দেখতে ইচ্ছুক তারা নিচের এমবেড করা ভিডিওটিতে ক্লিক করতে পারেন।


এ ছাড়াও ABP Live iPhone 14 সিরিজের লঞ্চের সময় একটি লাইভ ব্লগ ও ফার আউট ইভেন্টের সময় অ্যাপলের অন্যান্য পণ্যের ঘোষণার বিস্তারিত বিবরণ জানাতে থাকবে। সব আপডেট টুইটার ও Facebook সহ আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আপডেট সহ পাবেন। ভারতীয় দর্শকদের জন্য ইভেন্টটি একটি গভীর রাতের হবে এবং সাধারণত দুই ঘণ্টা বা তার কিছু বেশি সময় ধরে চলবে, তাই আমরা আশা করতে পারি এটি সাড়ে ১২টার মধ্যে শেষ হবে৷

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.