Apple Event 2022 Live: আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস নিয়ে এল অ্যাপল, এবার থাকছে আরও বড় ডিসপ্লে

Apple Event Live : প্রতীক্ষার অবসান। অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out' -এ থাকছে টেক বিশ্বের যাবতীয় প্রশ্নের উত্তর। আগামী দিনে কোন পথে হাঁটতে চলেছে কুপারচিনো টেক জায়ান্ট ? তারই খোলসা হবে আজ।

abp ananda Last Updated: 08 Sep 2022 12:08 AM

প্রেক্ষাপট

Apple Event Live : প্রতীক্ষার অবসান। অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out' -এ থাকছে টেক বিশ্বের যাবতীয় প্রশ্নের উত্তর। আগামী দিনে কোন পথে হাঁটতে চলেছে কুপারচিনো টেক জায়ান্ট ? তারই খোলসা...More

Apple Event 2022: অ্যাপল প্রো সিরিজ আসছে এই দিন, এই দাম রেখেছে কোম্পানি

Apple iPhone 14 Pro-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার (প্রায় ৭৯,৬০০ টাকা), যেখানে iPhone 14 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার (প্রায় ৮৭,৬০০ টাকা)। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেওয়া যাবে এই ফোনের। 16 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।