iPhone 14: জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের গ্রেট সামার সেল (Amazon Great Summer Sale) শুরু হতে চলেছে ৪ মে থেকে। প্রাইম মেম্বারদের (Amazon Prime Member) জন্য আগের দিন থেকেই থাকবে কেনাকাটার সুযোগ। অ্যামাজনের আসন্ন এই সেলে আইফোন ১৪ (iPjone 14)কেনা যাবে ৪০ হাজার টাকারও কমে। দুর্দান্ত অফার রয়েছে অ্যাপেলের এই ডিভাইসে। একনজরে দেখে নেওয়া যাক অ্যামাজনের গ্রেট সামার সেলে আইফোন ১৪-র দামে কত ছাড় রয়েছে। 


আইফোন ১৪


ভারতে আইফোন ১৪ লঞ্চ হয়েছিল ৭৯,৯৯০ টাকায়। এই ফোন এখন কেনা যাবে ৬৬,৯৯৯ টাকায়। এটি হল Deal Price। এখানেই শেষ নয়। রয়েছে আরও অনেক ছাড়। আইসিআইসিআই এবং কোটাক ব্যাঙ্কের ছাড় হিসেবে ৩৭৫ টাকা অফার পাবেন ক্রেতারা। এছাড়াও অ্যামাজন পে ক্রেডিট কার্ড ক্যাশব্যাকে পাবেন ২৩৩১ টাকা ছাড়। অ্যামাজন পে- এর রিওয়ার্ড হিসেবে ৫০০০ টাকা ছাড়ও যুক্ত হবে এই Deal-এ। এর পাশাপাশি ক্রেতারা পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও ছাড় পাবেন। সেক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। সব ছাড় যুক্ত হলে, আইফোন ১৪ অ্যামাজনের গ্রেট সামার সেলে কেনা যাবে ৩৯,২৯৩ টাকায়। 


যদি কোনও ক্রেতা আইফোন ১৪ কেনার জন্য আইফোন ১২ বা আইফোন ১১ এক্সচেঞ্জ করেন তাহলে ১৭ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। সেক্ষেত্রে আইফোন ১৪ কেনা যাবে ৪২,১৪৩ টাকায়। এক্ষেত্রে অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ক্যাশব্যাক ২৪৮১ টাকার, যুক্ত থাকবে। উল্লিখিত বাকিওফারও থাকবে। 


আইফোন ১৪- র বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই আইফোনে রয়েছে একটি ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে। এর উপরে রয়েছে সেরামিক শিল্ড প্রোটেকশন। 

  • আইফোন ১৪ মডেলে রয়েছে অ্যাপেল সংস্থা এ১৫ বায়োনিক চিপসেট। আইফোন ১৩ সিরিজে প্রথম এই চিপ দেখা গিয়েছিল।

  • আইফোন ১৪- তে রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর এবং আরও একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত ক্যামেরা সেনসর। এছাড়াও আইফোন ১৪-র ডিসপ্লের উপরে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • Face ID টেকনোলজি রয়েছে আইফোন ১৪-র ক্ষেত্রে। বায়োমেট্রিক পদ্ধতিতে ফোন লকের জন্য এই ফিচার রাখা হয়েছে। ২০১৭ সালে আইফোন এক্স মডেলে প্রথম দেখা গিয়েছিল এই ফিচার। তারপর থেকে সব আইফোনেই যুক্ত হয়েছে এই ফিচার। 


আরও পড়ুন- দিনের বেলা ঘুমানো ভাল না ক্ষতিকর? জেনে নিন কী বলছে গবেষণা?