iPhone 14: ভারতে দাম কমেছে আইফোন ১৪ মডেলের (iPhone 14)। সেপ্টেম্বর মাসে অ্যাপেল কর্তৃপক্ষের ‘Far Out’ ইভেন্টে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। বর্তমানে আইফোন ১৪ জিও মার্টের (Jio Mart) মাধ্যমে বেশ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। আইফোন ১৪ ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। জিও মার্টে আপাতত এই ফোন পাওয়া যাচ্ছে ৭৭,৯০০ টাকায়। অর্থাৎ ২০০০ টাকা দাম কমেছে এই আইফোনের। এর পাশাপাশি অতিরিক্ত ক্যাশব্যাক হিসেবে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে বা EMI ট্রানজাকশন করলে এই অফার পাওয়া যাবে।


ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১০ ৪জি ফোন। নভেম্বর মাসে বা ডিসেম্বরে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। রিয়েলমির এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।


জিও মার্টের অফলাইন স্টোরে আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে ৭৭,৯০০ টাকায়। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশন ব্যবহার করে ফোন কিনলে ৫০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের কাছে। অর্থাৎ মোট ৭০০০ টাকা ছাড়ে আইফোন ১৪ কেনার সুযোগ থাকছে। তবে জিও মার্টের অনলাইন ওয়েবসাইটের ক্ষেত্রে দাম ৭৯,৯০০ টাকাই ধার্য করা হয়েছে।


অ্যাপেল কর্তৃপক্ষ আইফোন ১৪ সিরিজ লঞ্চ করেছে সেপ্টেম্বর মাসে। এই সিরিজে রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি মডেল। আইফোন ১৪ লঞ্চ হয়েছে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। নীল, পার্পল, মিডনাইট, স্টারলাইট এবং লাল রঙের শেডে লঞ্চ হয়েছিল আইফোন ১৪। অ্যাপেলের আইফোন ১৪ সিরিজের ফোনে রয়েছে এ১৫ বায়োনিক চিপসেট।


আইফোন ১৪ মডেলের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.১ ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে এ১৫ বায়োনিক চিপসেট।

  • আইফোন ১৪- র ক্ষেত্রে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেখানে ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • ফেস আইডি ফিচারের সাপোর্ট রয়েছে আইফোন ১৪- তে। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।


আরও পড়ুন- কেমন দেখতে হবে রিয়েলমি ১০ ৪জি ফোন, দেখে নিন এই ফোনের সম্ভাব্য বিভিন্ন স্পেসিফিকেশন