e-SIM in iPhone 15: ফোনে লাগবে না আলাদা কোনও সিম (SIM Card)। বিনা সিমে চলবে আপনার স্মার্টফোন(Smartphone)।টেক সাইটগুলিরে রিপোর্ট বলছে, নতুন আইফোনে দুর্দান্ত এই নতুন ফিচার দিতে চলেছে অ্যাপল (Apple)। 
  
iPhone 15 Update : খবরটা রটেছে অনেকদিন আগেই। আইফোনের পরবর্তী মডেল নিয়ে জল্পনায় সরগরম বাজার। iPhone 14 ও iPhone 15-এর ফিচার নিয়ে অনেক ধরনের খবর শোনা যাচ্ছে। যার মধ্যে সবথেকে আগ্রহ বাড়াচ্ছে আইফোনের সিম স্লটবিহীন ফোন। অনেক রিপোর্টে বলা হয়েছে, Apple iPhone 15 সিরিজে এই ফিচার আপগ্রেড করতে পারে। তবে এর জন্য অপেক্ষা করতে হবে আইফোন গ্রাহকদের। ২০২৩ সালে iPhone 15 সিরিজ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তার আগেই জেনে নিন কীভাবে কাজ করবে ওই বিশেষ ফিচার। 


e-SIM in iPhone 15: কী থাকবে নতুন প্রযুক্তিতে ?
শোনা যাচ্ছে, iPhone 15 সিরিজে e-SIM ব্যবহার করা হবে।রিপোর্ট বলছে, (iPhone XR), আইফোন এক্সএস (iPhone XS) ও আইফোন এক্সএস ম্যাক্সে (iPhone XS Max)ফিজিক্যাল সিমের সঙ্গে ই-সিমের বিকল্প দেওয়ার কথা বলেছিল অ্যাপল(Apple)। তবে এখন নতুন করে এই আলোচনা শুরু হচ্ছে। রিপোর্ট বলছে, অ্যাপল (Apple) ফিজিক্যাল সিমের ধারণাটি পুরোপুরি বাদ দিতে চায়। দীর্ঘদিন ধরে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী Apple iPhone 15 Pro-তে ফিজিক্যাল সিম কার্ড স্লট সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে। সংযোগের জন্য এই ফোনটি সম্পূর্ণরূপে ই-সিম প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হবে। ব্যবহারকারীরা ফোনে একসঙ্গে দুটি ই-সিম ব্যবহার করতে পারবেন।


e-SIM কী ও এর সুবিধা
আসলে টেলিকম কোম্পানিগুলি 'ওভার-দ্য-এয়ার' e-SIM অ্যাকটিভেট বা সক্রিয় করতে পারে। e-SIM হল ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম(Virtual SIM)। এটি ঠিক একটি ফিজিক্যাল সিম কার্ডের মতোই কাজ করে। আপনার যদি ই-সিম থাকে তাহলে ফোনে কোনও সিম কার্ড ঢোকানোর প্রয়োজন নেই। ভারতে রিলায়েন্স জিও(Reliance Jio), এয়ারটেল (Airtel) ও ভোডাফোন আইডিয়া(Vodafone Idea) ই-সিমের সুবিধা দেয়। ই-সিমের সবচেয়ে বড় সুবিধা হল,  অপারেটর পরিবর্তন করার সময় আপনাকে সিম কার্ড পরিবর্তন করতে হবে না। ফোন ভিজে গেলে বা পড়ে গেলে সিম নষ্ট হওয়ার আশঙ্কাও নেই।