iPhone 17 Series: সদ্যই লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং ব্র্যান্ড-নিউ আইফোন এয়ার লঞ্চ হয়েছে ভারতে। গতকাল অর্থাৎ ৯ অগস্ট আইফোন ১৭ সিরিজ লঞ্চ হয়েছে। আর প্রি-অর্ডার শুরু হতে চলেছে শুক্রবার ১২ সেপ্টেম্বর থেকে। আর স্টোরে এই ফোনগুলি উপলব্ধ হবে ১৯ সেপ্টেম্বর থেকে। প্রি-অর্ডার শুরু হলেই আগ্রহীরা অ্যাপেল স্টোর ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রি-অর্ডার করতে পারবেন। ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ভারতে আইফোন ১৭ সিরিজের ফোনগুলির প্রি-অর্ডার শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।
ভারত ছাড়াও ৬৩টির বেশি দেশ যেমন- অস্ট্রেলিয়া, কানাডা, চিন, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমির শাহী, ইউনাইটেড কিংডম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম থেকে গ্রাহকরা আইফোন ১৭ সিরিজের চারটি ফোনের জন্যই ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করার সুযোহ পাবেন। ভারতের মতো এইসব দেশেও ১৯ সেপ্টেম্বর থেকে নতুন আইফোন সিরিজের বিক্রি শুরু হবে। অন্যান্য দেশে আইফোন ১৭ সিরিজের বিক্রি শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার অ্যাপেলের 'Awe Dropping' ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। নতুন আইফোন সিরিজের ফোনগুলিতে ProMotion ডিসপ্লে রয়েছে। এছাড়াও ইউজাররা পাবেন ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ৪৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ইউনিট। আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার- এই তিন ফোনে রয়েছে এ১৯ প্রো চিপ রয়েছে। অন্যদিকে, আইফোন ১৭ মডেলে রয়েছে এ১৯ চিপসেট। ভারতে আইফোন ১৭- র দাম শুরু হচ্ছে ৮২,৯০০ টাকা থেকে আইফোন এয়ার স্টার্টস- এর দাম ১,১৯,৯০০ টাকা। আইফোন ১৭ প্রো- এর দাম ১,৩৪,৯০০ টাকা এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের দাম ১,৪৯,৯০০০ টাকা।
অ্যাপেলের ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাবে আইফোন ১৭ সিরিজের ফোনগুলির। ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন দেওয়া হবে ক্রেতাদের জন্য। অ্যামেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ক্রেতারা ৫০০০ টাকা পর্যন্ত ছাড়। আইফোন ১৭- র জন্য ইএমআই অপশন মাসে শুরু হচ্ছে ১২,৯৮৩ টাকা থেকে। আইফোন ১৭ এয়ারের ক্ষেত্রে এই ইএমআই প্ল্যান মাসে ১৯,১৫০ টাকা। আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স - এই দুই মডেলের ক্ষেত্রে ৬ মাসের নো-কস্ট ইএমআই- এর মাসিক কিস্তি শুরু হচ্ছে যথাক্রমে ২১,৬৫০ টাকা এবং ২৪,১৫০ টাকা থেকে। এক্সচেঞ্জ বেনিফিট হিসেবে ৬৪ হাজার টাকার পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।