iPhone Charging Tips: আইফোনের ব্যাটারি (iPhone Battery) দীর্ঘদিন ভাল রাখতে চাইলে ফোন চার্জ (iPhone Charging) দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আপনাকে মেনে চলতেই হবে। সাধারণ স্মার্টফোনের তুলনায় অ্যাপেলের আইফোনের (Apple iPhone) দাম অনেকটাই বেশি। তাই একবার আইফোন কেনার পর নিঃসন্দেহে ইউজার চাইবেন তাঁর ডিভাইস দীর্ঘদিন ভাল থাকুক। সেই জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষ করে আইফোন চার্জে দেওয়ার ক্ষেত্রে এইসব নিয়ম মেনে চলতে পারলে ভাল। আইফোন দীর্ঘদিন ভালভাবে চালু থাকবে।


এবার দেখে নেওয়া যাক আইফোন চার্জে দেওয়ার সময় কোন কোন জিনিস অতি অবশ্যই খেয়াল রাখবেন 



  • অন্যান্য স্মার্টফোনের মতোই আইফোনেও কখনই ১০০ শতাংশ চার্জ দেবেন না। ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ হয়ে গেলে আইফোনের চার্জিং বন্ধ করে দিতে হবে। একে বলা হয় পার্সিয়াল চার্জিং। আসলে আইফোনে পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে অনেকক্ষেত্রেই ভোল্টেজের মাত্রা বেড়ে যায়। আর তা কখনই ব্যাটারি দীর্ঘদিন টিকিয়ে রাখার পক্ষে ভাল নয়। অতএব আইফোনে ১০০ শতাংশ চার্জ দেবেন না কখনই।

  • আইফোনে ৮০ শতাংশ চার্জ দিতে চাইলে ইউজার সেই চার্জিং লিমিট সেটিংসে গিয়ে সেট করতে পারবেন। এর জন্য আইফোনের সেটিংসে প্রথমে যেতে হবে। সেখানে ঢুকতে হবে ব্যাটারি অপশনে। তারপর যেতে হবে চার্জিং অপটিমাইজেশন অপশনে। এরপর বেছে নিতে হবে ৮০ শতাংশ লিমিট। এই অপশন চালু করে দিলে আপনার আইফোনে ৮০ শতাংশই চার্জ হবে। যদি কোনও দিন আইফোনে আপনাকে প্রচুর কাজ করতে হয় এবং আপনার কাছে ফোন চার্জ করার সেরকম সুবিধা না থাকে তাহলে আপনি সেই নির্দিষ্ট দিনে ফোনে ১০০ শতাংশ চার্জ দিতেই পারেন। তবে নিয়মিত এটা করা ফোনের জন্য ঠিক নয়। যদি ৮০ শতাংশ চার্জিং লিমিট সেট করা থাকে তাহলে সেটা বন্ধ করে দিলেই আপনার আইফোনে ১০০ শতাংশ চার্জ হবে। 

  • পুরো ১০০ শতাংশ চার্জ দেওয়া আইফোনের ব্যাটারির জন্য ভাল নয়। কিন্তু আপনি অল্প অল্প করে চার্জ দিতে পারেন ফোনে। যেমন ৪০ থেকে ৬০ শতাংশ কিংবা ৬০ থেকে ৭৫ শতাংশ। এই দুই পরিমাপ আইফোনের লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য ভাল।

  • আইফোনে ১০০ শতাংশ চার্জ যেমন দেবেন না তেমনই ফোন ডেড হয়ে যেতে দেওয়াও ঠিক নয়। অর্থাৎ শূন্য শতাংশ চার্জ হতে দেবেন না আইফোনে। ২০ শতাংশের নীচে আইফোনের চার্জ নামতে দেবেন না। যদি আইফোন ডেড হয়ে যায় অর্থাৎ চার্জ শূন্য হয়ে যায় এবং তারপর আপনি ১০০ শতাংশ পর্যন্ত আইফোনে চার্জ দেন আর এটা যদি বারবার করতে থাকেন তাহলে আইফোনের ব্যাটারির মেয়াদ বেশিদিন নয়। 

  • অ্যান্ড্রয়েড ফোনের মতোই আইফোন চার্জে দিয়ে ফোন ব্যবহার করবেন না। গেম খেলা, ভিডিও দেখা, কথা বলা, গান শোনা এমনকি ফোনের কোনও ব্যবহারই চার্জে বসিয়ে করা উচিত নয়। এই অভ্যাস থাকলে ফোন বেশিদিন টিকবে না। খারাপ হবে ব্যাটারি। কারণ ক্রমাগত চার্জিং হতে থাকলে সেই সময় ফোন ব্যবহার করলে বিশেষ করে গেম খেললে ব্যাটারির উপর চাপ পড়ে। তার ফলে দ্রুত আইফোনের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। 

  • আইফোনে চার্জ দেওয়ার সময় অ্যাপেলের অ্যাডাপ্টারই ব্যবহার করুন। এই নিয়ম অবশ্য সব ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য। যে সংস্থার ফোন তারই চার্জার ব্যবহার করা বাঞ্ছনীয়। আর ফাস্ট চার্জার যতটা সম্ভব কম ব্যবহার করতে পারলেই ফোনের পক্ষে ভাল। এর পাশাপাশি ফোন এমন জায়গায় রেখে চার্জ দিন যেখানে ডিভাইস গরম হবে না। বিছানার উপর রেখে আইফোন চার্জ না দেওয়াই ভাল। টেবিল বা এই জাতীয় কোনও অংশে আইফোন কিংবা অন্যান্য স্মার্টফোন চার্জ দিতে পারলে ভাল। 


আরও পড়ুন- আইফোনের একগুচ্ছ মডেলে আকর্ষণীয় ছাড় রয়েছে অ্যামাজনের গ্রেট সামার সেলে, কোন আইফোন কত কমে কেনা যাবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।