সোমনাথ মিত্র, সিঙ্গুর: দামি একাট গাড়িতে "Govt of West Bengal" লেখা স্টিকার। লোকসভা ভোটের আগে সিঙ্গুরে পুলিশের নাকা চেকিংয়ে সেই গাড়ি থেকেই উদ্ধার হল ২ লক্ষ ১৭ হাজার টাকা। এবং গাড়িতে থাকা ২ ব্যক্তিকে গ্ৰেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হুগলী জেলা গ্ৰামীণ পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গুরের ঝাঁকারি এলাকায় শ্রীরামপুর-শিয়াখালা রাস্তায় নাকা চেকিং চলছিল। হুগলীর জেলা গ্ৰামীণ পুলিশের আধিকারিক সহ এস এস টি র ম্যাজিস্ট্রেট ও আধিকারিকরা উপস্থিত ছিলেন নাকা চেকিংয়ে। সেই সময় শ্রীরামপুরের দিক থেকে একটি সাদা ইনোভা গাড়ি যার সামনে ও পিছনে "Govt of West Bengal" লেখা দুটি স্টিকার ও লাগানো আছে,সিঙ্গুরের বড়ার দিকে যাচ্ছিল। উপস্থিত আধিকারিকরা গাড়িটিকে আটকে তল্লাশি শুরু করেন। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা এক ব্যাক্তি কয়েকটি খামে করে ৫০০ টাকার নোট নিয়ে যাচ্ছিল। এই টাকা কোথা থেকে এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী কাজেই বা ওত টাকা ব্যবহার হবে , গাড়িতে থাকা ব্যক্তিটি তার কোনও সঠিক উত্তর দিতে পারেনি। তাই গাড়ি সমেত অভিযুক্তকে সিঙ্গুর থানায় নিয়ে যাওয়া হয়। এবং গাড়ি থেকে উদ্ধার ২ লক্ষ ১৭ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: Rachna Banerjee: স্বামী ও ছোটবেলার বন্ধুদের নিয়ে মনোনয়ন জমা রচনার, বললেন..
পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, গাড়িতে "Govt of West Bengal" স্টিকার কেন লাগানো, সরকারি কোন কাজে কোন দপ্তরে গাড়িটি ব্যবহার করা হয়। তারও কোনও সঠিক উত্তর গাড়িতে থাকা ব্যক্তিটি দিতে পারেনি। তাই গাড়িটিকেও আটক করা হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিটি ও গাড়ির চালক দুজনের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু কছেরে পুলিশ। শনিবার তাদের মহকুমা আদালতে পাঠানো হয়। যদিও পুলিশের জেরায় সময় গাড়িতে থাকা ব্যক্তিটি জানান, ডানকুনিতে শ্রমিকদের বেতন দিতে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।