Apple Event 2023: জল্পনা চলছিল অনেক আগে থেকেই।  বার্ষিক WWDC কনফারেন্সে সেই জল্পনায় সিলমোহর দিল অ্যাপল। কুপারচিনো টেক জায়ান্ট জানিয়েছে, নতুন iOS 17-এ থাকছে নতুন আপডেট। ফোন, ফেসটাইম ও মেসেজের অভিজ্ঞতাকে আরও ভাল করবে এই আপগ্রেড।  এবার থেকে ফোন স্ট্যান্ডবাই মোডে চলে গেলেও চার্জ করার সময় দেখতে পাবেন প্রয়োজনীয় তথ্য।


WWDC 2023: কী কী নতুন পরিবর্তন
নতুন iOS 17-এর সঙ্গে মেসেজে উল্লেখযোগ্য আপডেট দেখা যাবে। যার মধ্যে নতুন ইমোজি স্টিকারের পাশাপাশি ফটো থেকে বিষয় তুলে লাইভ স্টিকার তৈরি সুবিধা রয়েছে৷ আইফোন ব্যবহারকারীরাও লাইভ স্টিকারগুলিতে এফেক্টেস যুক্ত করতে পারবেন যা স্টিকারগুলিকে আরও প্রাণবন্ত করে তুলবে। এ ছাড়াও এই স্টিকারগুলি এক জায়গায় রাখার জন্য, কীবোর্ডে একটি নতুন ড্রয়ার iOS জুড়ে দেওয়া হয়েছে। চাইলেই সেখান থেকে সহজে নেওয়া যাবে সেগুলি।  


Apple Event 2023: ফেসটাইমে কী নতুন রয়েছে  
iOS 17 এর সঙ্গে ফেসটাইমে এখন অডিও ও ভিডিও বার্তাগুলিকে সাপোর্ট করবে। এরফলে ব্যবহারকারী কল না তুললেও  তাঁর জন্য কল মেসেজ শেয়ার করা যাবে।  পরে যা দেখতে পারবেন ইউজার। ফেসটাইম কলগুলি হৃৎপিণ্ড, বেলুন, আতশবাজি, লেজার বিম, বৃষ্টি ও আরও অনেক কিছুর মতো প্রতিক্রিয়াগুলির সঙ্গে পাওয়া যাবে। যা নতুন অভিজ্ঞতা দেবে ইউজারকে। নতুন এফেক্টগুলি সাধারণ অঙ্গভঙ্গির মাধ্যমে সহজেই অ্যাক্টিভ করা যেতে পারে। এবার  তৃতীয় পক্ষের ভিডিও কলিং অ্যাপগুলিও ফেসটাইমের সুবিধা নিতে পারবে।


Apple TV 4K-এর একটি বড় আপডেটে FaceTime এখন বাড়ির সবচেয়ে বড় স্ক্রিনে পাওয়া যাচ্ছে। কন্টিনিউটি ক্যামেরায় চলা ব্যবহারকারীরা সরাসরি Apple TV থেকে একটি ভিডিও কল শুরু করতে পারেন, অথবা iPhone-এ কল শুরু করতে পারেন। তারপরে এই কল Apple TV-তে ট্রান্সফার করতে পারেন। এর মাধ্যমে টেলিভিশনে বন্ধু ও পরিবারকে দেখতে পাবেন৷


Apple Siri Update: এবার ভয়েজ অ্যাসিস্ট টেকনোলজিতে (Voice Assistant) বড় পরিবর্তন করতে চলেছে অ্যাপল।  'হে সিরি' র (Hey Siri)পরিবর্তে কেবল 'সিরি' Siri বলে আদেশ দিলেই কাজ করবে প্রযুক্তি। অ্যাপলের WWDC সম্মেলনের প্রথম দিনে এই  ঘোষণা করেছে কোম্পানি। আগে অ্যামাজন তার ভার্চুয়াল সহকারী অ্যালেক্সার সঙ্গে করেছে এই কাজ। যেখানে "আলেক্সা" দিয়ে কমান্ড দিলেই কাজ করে ডিভাইস। এবার সেই পথে হাঁটল অ্যাপল। 


WWDC 2023: কোন-কোন ডিভাইসে সাপোর্ট করবে এই কমান্ড
আগের থেকে ছোট এই "সিরি" কমান্ডটি iOS 17 ও iPadOS 17-এ চলে এমন সব আইফোন ও আইপ্যাড সাপোর্ট করবে। এমনই জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। ম্যাক ও এয়ারপডসের জন্য ক্ষেত্রে এই  বৈশিষ্ট্যটি অ্যাপল সিলিকন ও দ্বিতীয়-প্রজন্মের এয়ারপডস প্রো সহ ম্যাকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 


আরও পড়ুন: WWDC 2023: শুধু 'সিরি' বলে ডাকলেই হবে কাজ, অ্য়াপলের ভয়েজ অ্যাসিস্ট্যান্টে বড় পরিবর্তন, কবে পাবে সবাই