iQoo 11 Series: আইকিউওও ১১ প্রো (iQoo 11 Pro), এই ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) ভারতে লঞ্চ হতে চলেছে সম্ভবত আগামী বছর জানুয়ারি মাসে। আইকিউওও ১১ সিরিজের (iQoo 11 Series) অন্তর্ভুক্ত হবে এই মডেল। এর সঙ্গে এই সিরিজে থাকতে পারে আইকিউওও ১১ ভ্যানিলা ফোন। এই দুই ফোন চিনে লঞ্চ হতে পারে চলতি বছরের শেষে। তারপর ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে আইকিউওও ১১ প্রো ফোন লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। এই ফ্ল্যাগশিপ ফোনে থাকতে চলেছে শক্তিশালী একটি চিপসেট। সম্প্রতি কোয়ালকম সংস্থা তাদের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর লঞ্চ করেছে। এই শক্তিশালী চিপসেট থাকতে চলেছে আইকিউওও ১১ প্রো ফ্ল্যাগশিপ ফোনে।
Infinix Hot 20 Series
ইনফিনিক্স হট ২০ সিরিজের দু’টি ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ২০ ৫জি (Infinix Hot 20 5G) এবং ইনফিনিক্স হট ২০ প্লে- (Infinix Hot 20 Play) এই দুই ফোন। এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, ৩০ নভেম্বর ভারতে এই দুই ফোন লঞ্চ হতে পারে। এর মধ্যে ভ্যানিলা মডেল অর্থাৎ ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম হবে বলে শোনা গিয়েছে। এই দুই ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকতে পারে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই ইনফিনিক্স হট ২০ সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়ে গিয়েছে। ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। অন্যদিকে ইনফিনিক্স হট ২০ প্লে ফোনেও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। ইনফিনিক্স হট ২০ প্লে ফোনের সম্ভাব্য দাম এখনও প্রকাশ্যে আসেনি।
আইকিউওও ১১ প্রো ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন
- এই ফোনে কোয়ালকমের নেক্সট জেনারেশনের চিপসেটের পাশাপাশি থাকতে পারে ভিভো কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার তৈরি V2 Image Processing Chip।
- আইকিউওও ১১ সিরিজের ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX8-series প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এর সঙ্গে Samsung E6 AMOLED ডিসপ্লে থাকারও সম্ভাবনা রয়েছে। সেখানে আবার ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশন থাকতে পারে।
- আইকিউওও ১১ প্রো ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ২০০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে ভ্যানিলা মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- এই তারিখে ফিরছে ট্যুইটার ব্লু-টিক, খোদ ঘোষণা করলেন মাস্ক