iQoo Smartphones: অবশেষে প্রকাশ্যে এল ভারতে আইকিউওও ১২ সিরিজ (iQoo 12 Series) লঞ্চের দিনক্ষণ। এই স্মার্টফোন সিরিজে আইকিউওও ১২ (iQoo 12 5G) এবং আইকিউওও ১২ প্রো (iQoo 12 Pro)- এই দুই মডেল রয়েছে। ইতিমধ্যেই এই দুই ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই তালিকায় ফোনের প্রসেসর এবং ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুন মার্য্য এক্স মাধ্যমে জানিয়েছেন আইকিউওও ১২ ৫জি ফোন অর্থাৎ আইকিউওও ১২ স্মার্টফোন সিরিজের বেস বা ভ্যানিলা মডেল আগামী ১২ নভেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন আইকিউওও ১১ মডেলের সাকসেসর ডিভাইস। আইকিউওও ১২ প্রো - এই ফোন ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।
আইকিওও ১২ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে
- কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট।
- এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির BOE OLED প্যানেল থাকার সম্ভাবনা রয়েছে যেখানে ১.৫কে রেজোলিউশন থাকতে পারে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
- আইকিউওও ১২ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি OmniVision OV50H সেনসর থাকতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর, ৬৪ মেগাপিক্সেলের OV64B টেলিফটো শুটার (৩ এক্স অপটিকাল জুম এবং ১০০ এক্স ডিজিটাল জুম যুক্ত) থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেনসর।
- এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। এছাড়াও ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর পাশাপাশি ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪ সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।
Flipkart Big Diwali Sale: দীপাবলি (Diwali 2023) উপলক্ষ্যে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের (Flipkart Sale) নতুন সেল। ২ নভেম্বর থেকে সাধারণ ক্রেতাদের জন্য ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল (Flipkart Big Diwali Sale) শুরু হলেও প্লাস মেম্বারদের জন্য ১ নভেম্বর থেকেই কেনাকাটার সুযোগ থাকছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল। ই-কমার্স সংস্থার তরফে জানানো হয়েছে আইফোন, ১৪, স্যামসাং গ্যালাক্সি এফ১৪, রেডমি নোট ১২ প্রো, মোটোরোলা এজ ৪০ এবং অন্যান্য আরও অনেক ফোনের দামে থাকতে চলেছে দুরন্ত ছাড়।