iQoo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩ ফোনের সাকসেসর মডেল আইকিউওও ১৫ ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। কবে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে সেই সম্পর্কে আভাসও পাওয়া গিয়েছে। ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। এই সংস্থা আগেও ফোন লঞ্চ করেছে ভারতে। এবার ফের আসছে একটি ৫জি মডেল। আইকিউওও ১৫ ফোনে কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন ৮ এলিট ৫ চিপসেট থাকতে পারে। এই ফোনে 2K Samsung "Everest" ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। 

Continues below advertisement

আইকিউওও ১৫ ফোন ভারতে লঞ্চ হতে পারে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। চিনে এই ফোন লঞ্চ হতে পারে অক্টোবর মাসে। আর কয়েকদিনের মধ্যে ভারতে আইকিউওও ১৫ ফোনের লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যাবে। 

আইকিউওও ১৫ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরে 

Continues below advertisement

এক্স মাধ্যমে টিপস্টার দেবায়ন রায়, এই ফোন সম্পর্কে আভাস দিয়েছেন। এই টিপস্টারের মতে সাদা রঙে লঞ্চ হবে আইকিউওও ১৫ ফোন। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকের উপরের কোণে থাকবে চৌকো ক্যামেরা। ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে এই ফোনে। আর ডিজাইন হবে খুব স্লিম। ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসরের জন্য। 

আইকিউওও ১৫ ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকতে চলেছে। অতএব ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে এই ফোনে। একটি টেলিফটো শুটার থাকবে ৫এক্স ডিজিটাল জুম সাপোর্ট সমেত। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে চলেছে এই ফোনে। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস এই আইকিউওও ১৫ ফোন। অর্থাৎ ধুলো ও জলে সহজে নষ্ট হবে না। USB 3.2 Type-C পোর্টের সাহায্যে আইকিউওও ১৫ ফোনে চার্জ দেওয়া যাবে। 

৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকবে বলে মনে করা হচ্ছে। ৬.৮৫ ইঞ্চির স্ক্রিন থাকতে চলেছে এই ফোনে। এটি একটি 2K 8T LTPO Samsung "Everest" ডিসপ্লে হতে চলেছে বলে জানা গিয়েছে। একটি নতুন কিউ৩ গেমিং চিপও রয়েছে আইকিউওও ১৫ মডেলে। ইউজারদের গেম খেলার সময় যাতে ভাল অভিজ্ঞতা হয়, সেই দিকটাও খেয়াল রেখেছে আইকিউওও কর্তৃপক্ষ।