iQoo Phones: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। এই কোম্পানির নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, এবার লঞ্চ হবে আইকিউওও নিও ১০আর (iQoo Neo 10R) মডেল। এই ফোন দেশে কবে লঞ্চ হতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। আইকিউওও নিও সিরিজের এই ফোনে কী কী ফিচার থাকতে পারে তার একটা আভাস আনুষ্ঠানিক লঞ্চের আগেই পাওয়া গিয়েছে। এই ফোন ভারতে লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই, এমনটাই অনুমান করা হচ্ছে। এই প্রথম আইকিউওও কোম্পানি তাদের নিও সিরিজের মধ্যে আর সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, এটি একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। তবে দাম যে আকাশছোঁয়া হবে তা কিন্তু নয়। সাধারণত ফ্ল্যাগশিপ ফোন মানেই আকাশছোঁয়া দাম হয় সেই মডেলের। তবে আইকিউওও নিও ১০আর ফোনের ক্ষেত্রে তেমনটা হবে না বলেই অনুমান।
আইকিউওও নিও ১০আর ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একঝলকে
- শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে ৬৪০০ এমএএইচ ব্যাটারি। শক্তিশালী ব্যাটারি থাকার ফলে এই ফোনে অনেকক্ষণ চার্জ থাকবে বলে অনুমান করা হচ্ছে।
- এছাড়াও এই ফোনে 1.5K রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। এই স্ক্রিনে ইউজাররা 4K অর্থাৎ হাই রেজোলিউশনের ভিডিও দেখার সুবিধা পাবেন।
আইকিউওও নিও ১০আর ফোন সম্পর্কে আর কোনও তথ্য আপাতত প্রকাশ্যে আসেনি। আগামী দিনে এই ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসবে বলে অনুমান।
জানুয়ারি মাসের শেষে ভারতে আসছে ইনফিনিক্স সংস্থার নতুন স্মার্টফোন
ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন (Infinix Smart 9 HD) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ফোন ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোনের (Infinix Smart 8 HD) সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হবে দেশে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। তার এক বছরেরও বেশি সময় পরে আসছে সাকসেসর মডেল। এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে চৌকো আকৃতিক রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে দুটো ক্যামেরা সেনসর থাকবে। অর্থাৎ এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এছাড়াও ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে একটি ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে বলেও দেখা গিয়েছে প্রকাশ্যে আসা ছবিতে।
আরও পড়ুন- স্মার্টওয়াচ কাজ করবে ফোনের মতো, তোলা যাবে ছবি, ফোন এলে ধরা-ছাড়াও যাবে নিমেষে