iQoo Z10R 5G: ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১০আর ৫জি ফোন। আইকিউওও, ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড। আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে। এই মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। আইকিউওও জেড১০আর ৫জি ফোনে ৫৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
ভারতে আইকিউওও জেড১০আর ৫জি ফোনের দাম কত
এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৪৯৯ টাকা। এর পাশাপাশি রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ২৩,৪৯৯ টাকা। অ্যাকোয়ামেরিন এবং মুনস্টোন রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১০আর ৫জি ফোন। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং আইকিউওও ইন্ডিয়া ই-স্টোর থেকে। আগামীকাল অর্থাৎ ২৯ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে।
ইন্ট্রোডাক্টোরি অফার হিসেবে ক্রেতারা ইন্সট্যান্ট ২০০০ টাকা ছাড় পাবেন নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে। অথবা পাওয়া যাবে ২০০০ টাকার এক্সচেঞ্জ অফার সমস্ত মডেলের ক্ষেত্রে। তার ফলে আইকিউওও জেড১০আর ৫জি ফোনের (৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ) দাম কমে শুরু হবে ১৭,৪৯৯ টাকা থেকে। এর পাশাপাশি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম কমে হবে ১৯,৪৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে হবে ২১,৪৯৯ টাকা। ক্রেতাদের জন্য ৬ মাসের নো-কস্ট ইএমআই অপশনও থাকছে।
আইকিউওও জেড১০আর ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। এছাড়াও থাকছে ডুয়াল সিম (ন্যানো)। ২ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে।
- একটি ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত quad curved AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামের আইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের bokeh শুটার রয়েছে। একাধিক AI ফিচারও রয়েছে এই ফোনে।