iQoo Smartphone: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড iQoo তাদের iQoo Neo 6 ফোন ভারতে লঞ্চ করেছে চলতি বছর মে মাসে। এর আগে iQoo Z6 5G, Z6 Pro 5G, Z6 4G এই ফোনগুলিও ২০২২ সালেই লঞ্চ হয়েছে দেশে। শোনা যাচ্ছে, জুলাই মাসেই আরও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে iQoo সংস্থা। এই ফ্ল্যাগশিপ ফোনের নাম iQoo 9T। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। আর এইসবের মধ্যে iQoo সংস্থার ভারতীয় ওয়েবসাইটে কোম্পানির আরও একটি নতুন ফোন iQoo Z6 SE (Speed Edition)- এর নাম দেখা গিয়েছে। এর থেকেই অনুমান করা হচ্ছে যে এই ফোনও হয়তো বেশ তাড়াতাড়িই লঞ্চ হবে ভারতে।


টিপস্টার পারস গগলানি এবং RootMyGalaxy একটি রিপোর্টে জানিয়েছেন যে, iQoo Z6 SE ফোনের নাম দেখা গিয়েছে iQoo সংস্থার ভারতীয় ওয়েবসাইটে। অনুমান করা হচ্ছে, অগস্ট মাসে হয়তো এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। এর সঙ্গেই লঞ্চ হতে পারে iQoo Z6 Pro SE ফোনও। এই দুই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ বা সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি এখনও।


iQoo 9T- শোনা যাচ্ছে, জুলাই মাসেই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। এখানে ৬.৭৮ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে একটি ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।


iQoo Z6 5G- এই ফোন এবছর মার্চ মাসেই ভারতে লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এখানে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। লঞ্চের সময়ে এই ফোনের দাম ছিল ১৫,৪৯৯ টাকা। এই ফোন লঞ্চের পরে এপ্রিল মাসে iQoo Z6 Pro 5G এবং iQoo Z6 4G- এই দুই ফোনও লঞ্চ হয়েছিল। এই ফোনগুলিতে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। আর রয়েছে স্ন্যাপড্রাগন চিপসেট।


আরও পড়ুন- ভারতে টেকনো সংস্থার দু'টি নতুন ফোন লঞ্চের সম্ভাবনা, দেখুন সম্ভাব্য ফিচার