iQoo Z7 5G: আইকিউওও জেড৭ ৫জি (iQoo Z7 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২১ মার্চ। ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। তাদের আসন্ন ফোনের সম্ভাব্য দাম এবং রঙ আনুষ্ঠানিক লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোন দুটো রঙে এবং দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে। আইকিউওও জেড৭ ৫জি ফোনে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। এই ফোনের বেস মডেলের দাম ২০ হাজার টাকা কম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আইকিউওও জেড৭ ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। FunTouch OS 13- এর সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। এই ফোনে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোরর থাকার সম্ভাবনা রয়েছে।


আইকিউওও জেড৭ ৫জি ফোন কোন কোন র‍্যাম-স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এবং দাম কত হতে পারে


এই ফোন ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। অর্থাৎ মোট দুটো ভ্যারিয়েন্টে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বেস মডেল অর্তাত ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৭ হাজার টাকার কাছাকাছি। Norway Blue এবং Pacific Night- এই দুই রঙে আইকিউওও জেড৭ ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইকিউওও জেড৬ ৫জি ফোনের সাকসেসর হিসেবে এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই নতুন ফোন কেনা যাবে। 


আইকিউওও জেড৭ ৫জি ফোনের চার্জিং সাপোর্ট


এই ফোনে একটি AMOLED  ডিসপ্লে থাকতে পারে। সেখানে আবার ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনাও রয়েছে। শোনা যাচ্ছে, এই ফোনে এক শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে ২৫ মিনিটে। 


Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি (Samsung Galaxy M14 5G) ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। স্যামসাং সংস্থার তরফে যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের ভারতীয় ওয়েবসাইটের সাপোর্ট পেযে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান স্যামসাং গ্যালাক্সি এই 'মোস্ট অ্যাফোর্ডেবল ৫জি' ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।