iQoo Smartphone: আইকিউওও জেড৭এস ৫জি (iQoo Z7s 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোন যুক্ত হয়েছে আইকিউওও জেড৭ সিরিজে (iQoo Z7 Series)। নতুন এই ফোনে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। দুটো র‍্যাম ভ্যারিয়েন্ট এবং দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭এস ৫জি ফোন। 


ভারতে আইকিউওও জেড৭এস ৫জি ফোনের দাম


৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭এস ৫জি ফোন। ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আইকিউওও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭এস ৫জি ফোন। 


আইকিউওও জেড৭এস ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন 



  • ডুয়াল ন্যানো সিম রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট। আইকিউওও সংস্থার নতুন ফোনে রয়েছে ৬.৩৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৩ এবং Funtouch OS 13 out-of-the-box এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।

  • একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • ইউএসবি টাইপ-সি সাপোর্ট, ব্লুটুথ ভি৫.১, জিপিএস, ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


Samsung Galaxy A14 4G: স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি (Samsung Galaxy A14 4G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাং গ্যালাক্সি এ১৩ (Samsung Galaxy A13) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে এই নতুন ফোন। এই ফোনের ৪ জিবি রাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। কালো, হাল্কা সবুজ এবং রুপোলি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোন। স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?