iQoo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo)- এর নতুন ৫জি (5G Phone) ফোন। এবার লঞ্চ হবে আইকিউওও জেড৯ ৫জি (iQoo Z9 5G) মডেল। জানা গিয়েছে, এই ফোন লঞ্চ হবে আগামী ১২ মার্চ। আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুন মার্য এক্স মাধ্যমে ঘোষণা করেছে আইকিউওও জেড৯ ৫জি ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ। যে টিজার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। আর রেয়ার প্যানেলে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও আইকিউওও জেড৯ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকবে। আইকিউওও জেড৭ ৫জি ফোন যা গতবছর অর্থাৎ ২০২৩ সালে ভারতে লঞ্চ হয়েছিল তার সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯ ৫জি ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও নিও ৯ প্রো ৫জি ফোন চলতি মাসেই ২২ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক আইকিউওও জেড৯ ৫জি ফোন সম্পর্কে এতদিনে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে
- এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ চিপসেট থাকবে বলে জানিয়েছে আইকিউওও সংস্থা।
- এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা থাকতে চলেছে একটি Sony IMX882 সেনসর, যেখানে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকবে।
- ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৪- র অপারেটিং সিস্টেমের সাপোর্ট নিয়ে ভারতে লঞ্চ হবে আইকিউওও জেড৯ ৫জি ফোন।
- আইকিউওও সংস্থার আসন্ন ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে।
- এই ফোনে একটি 1.5K OLED ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে।
- ভারতে আইকিউওও জেড৯ ৫জি ফোনের দাম শুরু হতে পারে ২৫ হাজার টাকার কমে।
আইকিউওও নিও ৯ প্রো ৫জি
গত ২২ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। Conqueror Black এবং Fiery Red- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৯ প্রো ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। না গিয়েছে, এই ফোনের আর একটি ভ্যারিয়েন্ট যেখানে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে, তার দাম হবে ৩৫,৯৯৯ টাকা। এই ফোন ২১ মার্চ থেকে কেনা যাবে।
আরও পড়ুন- ভারতে আসছে ভিভো ভি৩০ সিরিজ, কবে লঞ্চ? কোন কোন ফোন লঞ্চ হবে?