Itel A50: আইটেল এ৫০ ফোন (Itel A50) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এছাড়াও প্রকাশ্যে এসেছে আইটেল (Itel Phone) সংস্থার এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন। একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হিসেবে লঞ্চ হতে চলেছে আইটেল এ৫০ ফোন। কয়েকটি গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে এই ফোন। একটি Unisoc T603 প্রসেসর থাকতে চলেছে আইটেল এ৫০ ফোনে। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর আগে ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ৭০ ফোন। সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে আইটেল এ৫০ ফোনের। ভারতে বেশ সস্তায় লঞ্চ হবে এই ফোন। 


আইটেল এ৫০ ফোনের সম্ভাব্য দাম 


ভারতে আইটেল এ৫০ ফোনের দাম হতে পারে ৭০০০ টাকার কম। যদিও আইটেল সংস্থা নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। কোন কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আইটেল এ৫০ ফোন লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি। কী কী রঙে এই ফোন দেশে লঞ্চ হতে পারে তাও জানা যায়নি এখনও। Cyan Blue, Lime Green, Misty Black, Shimmer Gold - এই চার রঙে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে আইটেল এ৫০ ফোন। 


আইটেল এ৫০ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার 



  • এই ফোনে ৬.৫৬ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। আইটেল সংস্থা ক্রেতাদের একবার ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার দেবে। অর্থাৎ একবার বিনামূল্যে ডিসপ্লে পরিবর্তন করার সুযোগ পাবেন ক্রেতারা। ফোন কেনার পর ১০০ দিন পর্যন্ত এই অফার উপলব্ধ থাকবে। 

  • একটি অক্টা-কোর প্রসেসর থাকতে পারে এই ফোনে। ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ নিয়ে আইটেল এ৫০ ফোন লঞ্চ হতে পারে ভারতে। 

  • আইটেল এ৫০ ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হতে পারে আইটেল সংস্থার আসন্ন ফোন। 

  • আইটেল এ৫০ একটি ৪জি ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে ভারতে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। 


আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ ফোনের বিক্রি শুরু দেশে, কী কী অফার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।