Itel Feature Phone: মোবাইলের (Mobiles) চল যখন শুরু হয়েছিল সেই জমানায় ফিচার ফোনই (Feature Phone) ছিল বাজারে। নোকিয়া হোক বা স্যামসাং, আজ যাঁদের ঝাঁ-চকচকে স্মার্টফোন সকলের হাতে হাতে ঘুরছে, সেই সব কোম্পানিই লঞ্চ করেছিল ফিচার ফোন। হালফিলে এই ফিচার ফোনের চাহিদা কমেছে। তবে নোকিয়া এখনও বেশ কিছু ফিচার ফোন লঞ্চ করে। সেই তালিকায় রয়েছে আর একটি সংস্থা, আইটেল। সম্প্রতি ভারতে আইটেল সংস্থা একটি ফিচার ফোন (Itel Feature Phone) লঞ্চ করেছে। আইটেল সুপার গুরু ৪জি (Itel Super Guru 4G) মডেলে রয়েছে ২ ইঞ্চির ডিসপ্লে। ফোনে একবার পুরো চার্জ দিলে ৬ দিন পর্যন্ত ব্যাটারি চালু থাকবে বলে দাবি করেছে আইটেল সংস্থা। এই ফোনে রয়েছে ডিজিটাল রেয়ার ক্যামেরা, অনলাইন ইউপিআই ট্রানজাকশন করার পরিষেবা। এর পাশাপাশি ইউজাররা ইউটিউব এবং ইউটিউব শর্টস দেখতে পাবেন আইটেল সুপার গুরু ৪জি ফোনে। দুটো সিমের স্লটও রয়েছে এই ডিভাইসে। সেই সঙ্গে রয়েছে ৪জি কানেক্টিভিটির সাপোর্ট।
ভারতে আইটেল গুরু ৪জি ফোনের দাম
আইটেল সংস্থার নতুন ফিচার ফোন একটি বাজেট রেঞ্জের ফোন। ভারতে আইটেল সুপার গুরু ৪জি ফোনের দাম ১৭৯৯ টাকা। কালো, নীল, সবুজ- এই তিনটি রঙে কেনা যাবে ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে বলে শোনা গিয়েছে। এছাড়াও আইটেল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে এই ফোন।
আইটেল সুপার গুরু ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে রয়েছে ২ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও ইনবিল্ড ক্লাউড বেসড সাপোর্ট রয়েছে ইউটিউবের জন্য। তার ফলে ইউজাররা ফুল লেংথ ভিডিওর পাশাপাশি ইউটিউব শর্টসও দেখতে পাবেন এই ফোনে।
- আইটেল সংস্থার এই ফিচার ফোনে ১৩টি ভাষার সাপোর্ট রয়েছে। সেই তালিকায় রয়েছে ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি, উর্দু। এই ফোনে রয়েছে বিবিসি নিউজের সাপোর্ট। আগে থেকে ভাষা সেট করা থাকবে।
- আইটেল সুপার গুরু ৪জি বাজেট ফিচার ফোনে রয়েছে একটি ভিজিএ ক্যামেরা। সেরা রেজোলিউশন পাওয়া না গেলেও এই ক্যামেরার সাহায্যে কিউআর কোড স্ক্যান করে ইউজাররা অনলাইনে ইউপিআই পেমেন্ট করতে পারবেন।
- UPI 123PAY- এর সাপোর্ট রয়েছে আইটেলের নতুন ফিচার ফোনে। এর মাধ্যমে অনলাইনে আর্থিক লেনদেন সম্ভব, যাকে বলে অনলাইন ট্রানজাকশন।
- আইটেল সুপার গুরু ৪জি ফোনে একটি ১০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিতে একবার ১০০ শতাংশ চার্জ সম্পন্ন হলে ৬ দিন পর্যন্ত ফোন চালু থাকবে বলে দাবি করেছে আইটেল সংস্থা।
- এই ফোনে ডুয়াল ৪জি- র পাশাপাশি রয়েছে ২জি এবং ৩জি কানেক্টিভিটি। আইটেল সুপার গুরু ৪জি ফোনে রয়েছে কিং ভয়েস ফিচারের সাপোর্ট। এটি একটি টেক্সট টু স্পিচ ফিচার যা আইটেল কিপ্যাড মোবাইলের ক্ষেত্রে কার্যকর হয়।
- এই ফোনে Tetris, 2048, Sudoku- এইসব গেম খেলার সুবিধাও পাবেন ইউজাররা।
আরও পড়ুন- ভিভো ভি৩০ই ফোন ভারতে কবে লঞ্চ হবে? এই ফোনে কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।