Itel Phones: ভারতে লঞ্চ হয়েছে আইটেল সংস্থার নতুন ফোন। এটি একটি ৪জি মডেল। আইটেল সুপার গুরু ৪জি ম্যাক্স ফোন লঞ্চ হয়েছে দেশে। মাত্র ৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে। অর্থাৎ দেখতে ফিচার ফোনের মতোই। কিন্তু সেখানেই রয়েছে একগুচ্ছ AI ফিচার, এমনকি AI ভয়েস অ্যাসিসট্যান্টও। আইটেল সংস্থার এই ফোনে পাবেন বিএসএনএল ৪জি কানেকশন। ১৩টি ভাষা সাপোর্ট করে এই ফোনে। এর পাশাপাশি রয়েছে King Voice ফিচারও। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে একটি QVGA ক্যামেরা। গত বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে আইটেল সুপার গুরু ৪জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। বলা হচ্ছে, এই ক্যাটেগরিতে আইটেল সংস্থার এই ফোনেই সবচেয়ে বড় সাইজের ডিসপ্লে রয়েছে।
ভারতে আইটেল সংস্থার নতুন ৪জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, জেনে নিন
ভারতে আইটেল সুপার গুরু ৪জি ম্যাক্স ফোনের দাম ২০৯৯ টাকা। বর্তমানে দেশে এই ফোন অনলাইন এবং অফলাইন, দু'ভাবেই কেনা যাচ্ছে। কালো, নীল, শ্যাম্পেন গোল্ডেন রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে।
কী কী ফিচার রয়েছে আইটেল সুপার গুরু ৪জি ম্যাক্স ফোনে, দেখে নিন একনজরে
- এই ফোনে একটি ইনবিল্ট এআইআই অ্যাসিসট্যান্ট রয়েছে যেখানে হিন্দি এবং ইংরেজি ভয়েস কম্যান্ড দেওয়া সম্ভব। এই এআই অ্যাসিসট্যান্টের সাহায্যে ইউজার কল করতে পারবেন, অ্যালার্ম সেট করতে পারবেন, মেসেজ পড়তে পারবেন এবং পাঠাতে পারবেন, এমনকি ক্যামেরাও চালু করা যাবে। এর পাশাপাশি ইউজাররা এই এআই অ্যাসিসট্যান্টের সাহায্যে মিউজিক কিংবা ভিডিও প্লে করতে পারবেন অর্থাৎ চালাতে পারবেন। ভয়েস কম্যান্ডের সাহায্যেই ফোনের এফএম রেডিও চালু করা যাবে। কিপ্যাড কাজে না লাগালেও চলবে।
- এই ফোনে ৩ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে রয়েছে। ফোনের পিছনে একটি QVGA ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ২০০০ এমএএইচের একটি ব্যাটারি এবং আইটেল সংস্থার দাবি একবার পুরো চার্জ দিলে প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত কল টাইম সাপোর্ট পাবেন ইউজাররা। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে আইটেল সংস্থার এই নতুন ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে ফোনে।
- প্রায় ২০০০ কনট্যাক্ট স্টোর করা যাবে এই ফোনে। এক্সপ্যান্ডেবল স্টোরেজ রয়েছে ৬৪ জিবি পর্যন্ত। কল রেকর্ডিং অপশনও রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ভিডিও এবং অডিও প্লেয়ার। এই ফোনে রয়েছে টেক্সট টু স্পিচ টুল। এর সাহায্যে হিন্দি এবং ইংরেজিতে জোরে মেসেজ পড়ে দেবে আপনার ফোন। যে ১৩টি ভাষার সাপোর্ট রয়েছে এই ফোনে সেখানে হিন্দি, ইংরেজি, বাংলা ছাড়াও রয়েছে তেলুগু, তামিল, মালয়ালি, কন্নড়, পাঞ্জাবি, মারাঠি, গুজরাতি, ওড়িয়া, অহমিয়া এবং ঊর্দু ভাষার সাপোর্ট।