Jio Free Storage: রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহকদের জন্য এনেছে দারুণ সুখবর। ইতিমধ্যেই রোল আউট শুরু হয়েছে জিও এআই ক্লাউড ওয়েলকাম অফারের (Jio Welcome Offer)। এর মাধ্যমে ইউজাররা ১০০ জিবি পর্যন্ত স্টোরেজ (100 GB Cloud Storage) পাবেন একদম বিনামূল্যে। আর এই স্টোরেজ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুক্ত ক্লাউড স্টোরেজ। তবে নির্দিষ্ট ইউজারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই অফার। ইউজাররা যাতে অ্যাডভান্স এআই ব্যবহার করতে পারেন এবং তা৬দের অভিজ্ঞতা খুব ভাল হয়, সেই কারণেই এই অফার চালু করেছে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি সংস্থার ৪৭তম বার্ষিক সাধারণ বৈঠক অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং যা এবছর অগস্ট মাসে অনুষ্ঠিত হয়েছিল সেখানে এই অফারের ঘোষণা করেছিলে। জিও- র লক্ষ্য হল 'AI Everywhere for Everyone', অর্থাৎ সর্বত্র সকলে যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা উপভোগ করতে পারেন, সেদিকে নজর রাখা। এই বৈঠকেই মুকেশ অম্বানি ঘোষণা করেছিলেন জিও ব্রেন প্ল্যাটফর্মের। এই মাধ্যমে রয়েছে এআই- এর উন্নততম বিভিন্ন সুযোগ-সুবিধা যা একাধিক শিল্পক্ষেত্র এবং ব্যক্তিগত পরিসরকেও (বিভিন্ন মানুষকে) উন্নত করবে।
কী কী সুবিধা পাবেন ইউজাররা
জিও- র এই ওয়েলকাম অফারের মধ্যে ইউজাররা (যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে) নিরাপদে সংরক্ষণ করতে পারবেন ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং অন্যান্য ডিজিটাল কনটেন্ট। আর এগুলি স্টোর করার জন্য ১০০ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে বিনামূল্যে। এই ক্লাউড স্টোরেজ পেতে হলে কোনও খরচ করতে হবে না। যাঁদের এর থেকেই বেশি পরিমাণ স্টোরেজ প্রয়োজন, তাঁরা অতিরিক্ত স্টোরেজও পাবেন মোটামুটি সাধ্যের মধ্যে দামে, সেকথাও জানিয়েছে জিও কর্তৃপক্ষ। এবছর দীপাবলির সময় থেকেই জিও- র এই অফারের রোল আউট শুরু হয়েছে।
ইতিমধ্যেই জিও- র তরফে নির্দিষ্ট ইউজারদের কাছে পৌঁছে গিয়েছে মেসেজ। সেখানে ইউজারদের জন্য বার্তা দেওয়া হয়েছে তাঁরা যেন নতুন জিও ক্লাউড মাধ্যমের পরিষেবা খুঁটিয়ে দেখে নেন। ১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজের সঙ্গে এআই মেমোরি, এআই স্ক্যানার, ডিজি লকার- এইসব ফিচারের সুবিধাও পাওয়া যাবে।
এআই ক্লাউড স্টোরেজের পাশাপাশি রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি বিনোদনের দুনিয়াতেও চালু করতে চলেছে নতুন কিছু। শোনা গিয়েছে, Viacom18 Media Private Limited এবং The Walt Disney Company- এই দুইয়ের সঙ্গে একত্রিত হয়ে জিও স্টার নামের একটি প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।