OTT Platform: আগামী ১৫ অগাস্ট ভারতে উদযাপিত হবে ৭৯তম স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে জিওহটস্টার (Jio Hotstar) শুরু করেছে অপারেশন তিরঙ্গা ক্যাম্পেইন। ভারতের স্বাধীনতার গর্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে জিও হটস্টার। সংস্থার পক্ষ থেকে একটি ট্যাগলাইনও চালু করা হয়েছে ‘তিরঙ্গা এক, কাহানিয়া অনেক’। এই উদ্যোগ ভারতের তেরঙা পতাকার ভারতের স্বাধীনতার পিছনের সমস্ত ঘটনা, ভারতবাসীর আবেগ ও আদর্শকে প্রতিফলিত করে।
আর এই ক্যাম্পেইনের অংশ হিসেবে জিও হটস্টার (Jio Hotstar) দিচ্ছে দারুণ সুযোগ। শুধুমাত্র এই দিনে অর্থাৎ ১৫ অগাস্ট সারাটা দিন ধরে এই ওটিটি প্ল্যাটফর্মে সমস্ত কন্টেন্ট লাইব্রেরি বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন যে কোনও গ্রাহক। সারা দেশের সমস্ত প্রান্ত থেকে মানুষ এদিন যে কোনও কনতেন্ট বিনামূল্যে দেখতে পাবেন জিও হটস্টারে।
এই ওটিটি প্ল্যাটফর্মটি কন্টেন্ট লাইব্রেরির বাইরে বেরিয়ে গল্প বলাকে অনুপ্রাণিত করতে চলচ্চিত্রপ্রেমীদের স্বাগত জানিয়েছে এই নতুন উদ্যোগের মাধ্যমে। এটি একটি স্প্ল্যাশ স্ক্রিনের মাধ্যমে দর্শকদের স্বাগত জানাতে উন্মুখ যা ভারতের রঙ ও চেতনাকে প্রতিফলিত করে। এই দিনের জন্য জিও হটস্টার এমন কিছু বীরত্বব্যঞ্জক গল্পের পসরা সাজিয়ে তুলেছে দর্শকদের (Jio Hotstar) জন্য যা একটি সামগ্রিক শক্তিশালী আখ্যান গড়ে তুলবে। জিও হটস্টারে এই দিনে অর্থাৎ শুধুমাত্র ১৫ অগাস্ট লগইন করা সমস্ত গ্রাহক বিনামূল্যে দেখতে পাবেন সমস্ত কন্টেন্ট।
১৫ অগাস্ট থেকে জিও হটস্টার তাদের অ্যাপ এবং ওয়েবসাইটে ‘Proud Indian, Proudly Free’ ট্যাগলাইনের সঙ্গে বিনামূল্যে কনটেন্ট দেখানোর প্রচার শুরু করে দিয়েছে। এই ব্যানারগুলির সঙ্গে লেখা রয়েছে ‘ফ্রি’। অর্থাৎ যদি আপনার হটস্টারের সাবস্ক্রিপশন শেষ হয়ে গিয়ে থাকে, তাহলেও আপনি চাইলে বিনামূল্যে এদিন সমস্ত কনটেন্ট দেখতে পারবেন। সমস্ত প্রিমিয়াম কন্টেন্টও দেখতে পাবেন। উল্লেখ্য যে জিও হটস্টারে ১৫ অগাস্ট থেকেই ‘Salakar’ নামে একটি নতুন সিরিজ শুরু হচ্ছে।
সাধারণত যে কোনও গ্রাহক এই জিও হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চাইলে সবথেকে সস্তায় ১০০ টাকার রিচার্জ করাতে পারেন। এতে ৯০ দিনের জন্য আপনি ৫ জিবি ডেটার সুবিধেও পাবেন। আর এই ৯০ দিনের পরে গ্রাহককে রিচার্জ করাতে হবে ১৯৫ টাকার। এছাড়া ২৯৯ টাকা বা এর বেশি মূল্যের রিচার্জ করালে এমনিই আপনি জিও হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যেতেন। সঙ্গে পেতেন দৈনিক ১.৫ জিবি করে ডেটার সুবিধে।