KissanGPT: ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন AI tools- এর। এই তালিকায় এখন শীর্ষে রয়েছে ChatGPT। অনেকেই অবশ্য সংশয় প্রকাশ করেছেন যে এই ChatGPT- র দৌলতে হয়তো আগামী দিনে প্রচুর মানুষ কর্মসংস্থান হারাতে পারেন। এমনকি এই আশঙ্কা উড়িয়ে দেননি খোদ ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যান। তবে এই বিতর্কের মাঝে একটি নতুন AI powered chatbot- এর নাম প্রকাশ্যে এসেছে। নতুন এই চ্যাটবোটের নাম KissanGPT। চাষিদের কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন ভাবে সাহায্য করবে এই চ্যাটবোট। ভারতের অর্থনীতির একটা বড় অংশ কৃষিকাজের উপরে নির্ভরশীল। এদেশের জনসংখ্যার একটা বড় অংশ কৃষিকাজের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন। তাই এই কৃষিকাজের ক্ষেত্রে প্রযুক্তির উন্নতি এবং AI powered chatbot KissanGPT- র প্রভূত প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 


KissanGPT


আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সম্পন্ন এই ChatGPT চ্যাটবোট চাষিদের বিভিন্ন ভাবে সাহায্য করবে। চাষবাস সংক্রান্ত তাঁদের যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় নিযুক্ত থাকবে এই চ্যাটবোট। একাধিক ভাষায় পরিষেবা পাবেন ভারতের বিভিন্ন প্রান্তের চাষিভাইরা। হিন্দিতেও পাওয়া যাবে পরিষেবা। রিয়েল টাইম অ্যাডভাইস দেবে KissanGPT। কোন সময়ে কোন ফসল চাষ করলে লাভ হবে, কোন সময় কোন জিনিস ফলনের জন্য আদর্শ- এইসব তথ্যের পাশাপাশি সেচকাজ সংক্রান্ত এবং কখন কীটনাশক দিতে হবে চাষের জমিতে সেই সম্পর্কিত তথ্যও দেবে KissanGPT। অর্থাৎ কৃষিকাজ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য এবার হাতের মুঠোয় পাবেন ভারতের চাষিরা। নিজেদের স্মার্টফোনের মাধ্যমেই এই চ্যাটবোট পরিচালনা করতে পারবেন চাষিরা। অর্থাৎ খুব সহজেই ঘরে ঘরে পৌঁছে যাবে KissanGPT। কারণ স্মার্টফোন এবং ইন্টারনেট এখন দেশের প্রায় সব জায়গাতেই পৌঁছে গিয়েছে।


KissanGPT- র ভাবনা


নতুন এই AI powered chatbot বা ChatGPT তৈরি করেছেন যাঁরা সেই দলের পুরোধা ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট প্রতীক দেশাই। কৃষি বিশেষজ্ঞ এবং চাষিদের মধ্যে এতদিন তথ্যের নিরিখে যে ব্যবধান ছিল তা এই নতুন ChatGPT-র সাহায্যে মিটে যাবে বলে মনে করছেন নির্মাতারা। কৃষিকাজ থেকে লাভ পাওয়ার জন্য চাষিদের যা যা তথ্য প্রয়োজন সবই পাওয়া যাবে KissanGPT- র মধ্যে। ইতিমধ্যেই এই ChatGPT চাষিদ্রে মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। যাঁরা KissanGPT ব্যবহার করেছেন তাঁরা সকলেই ইতিবাচক কথাই বলেছেন। কোন ফসল চাষ করলে সর্বোচ্চ লাভ হবে সেই ব্যাপারে চাষিদের তথ্য প্রদান করবে KissanGPT। 


আরও পড়ুন- চ্যাটজিপিটি-র স্রষ্টা দেবে ১৬ লক্ষ টাকা, আপনাকে করতে হবে এই কাজ