Lava Smartphone: লাভা সংস্থা ঘোষণা করেছে ভারতে তারা দ্রুত লঞ্চ করবে লাভা অগ্নি ২ ৫জি (Lava Agni 2 5G) ফোন। লাভা ভারতের নিজস্ব সংস্থা। এই ফোনে একটি মিডিয়াটেক চিপসেট থাকবে বলে শোনা গিয়েছে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই চিপসেটে একটি ARM Mali-G68 গ্রাফিক্স ইউনিট থাকবে। এছাড়াও থাকবে একটি octa-core CPU, দুটো ARM Cortex-A78 প্রসেসর। লাভা অগ্নি ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ২ ৫জি মডেল। এর আগে লঞ্চ হওয়া ফোন অর্থাৎ লাভা অগ্নি ৫জি- র ক্ষেত্রে ছিল মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর। নতুন ফোনে আরও উন্নত প্রসেসর থাকবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, লাভা অগ্নি ২ ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকবে। লাভা সংস্থার তরফে ট্যুইটে একথা ঘোষণা করা হয়েছে। তবে ভারতে লাভা অগ্নি ২ ৫জি ফোন কবে লঞ্চ হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। 


লাভা অগ্নি ২ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৮ জিবি র‍্যাম থাকতে পারে।

  • লাভা অগ্নি ২ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার মধ্যে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকতে পারে।

  • ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনে১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। অর্থাৎ এক্সপ্যান্ডেবল স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। 

  • লাভা অগ্নি ২ ৫জি ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়ার সুবিধা থাকতে পারে। 


Nothing Phone 2: অবশেষে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২ (Nothing Phone 2)। এর আগে নাথিং ফোন ১ (Nothing Phone 1) লঞ্চের সময় যথেষ্ট হইচই হয়েছিল। তারপর থেকেই সাকসেসর মডেলের অপেক্ষায় ছিলেন গ্যাজেট প্রেমীরা। অবশেষে এল সুখবর। শোনা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই নাথিং ফোন ২ আত্মপ্রকাশ করবে। নাথিং সংস্থা ব্রিটেন ভিত্তিক একটি স্টার্টআপ। এই সংস্থার প্রধান ওয়ানপ্লাসের প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি। সম্প্রতি তিনিই নিশ্চিত ভাবে জানিয়েছেন যে নাথিং ফোন ২ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এই স্মার্টফোন লঞ্চ হবে। 


আরও পড়ুন- গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস